
গরমে ত্বকের দফারফা? বাজার চলতি ক্রিম বা প্যাকের জন্য খরচা না করে নজক ঘোরান হেঁশেলের দিকে। ফল মিলবে দ্রুত।

হেঁশেলে রোজকার ব্যবহৃত এমন সব জিনিস রয়েছে যা রূপচর্চায় ব্যবহার করা যায় সহজেই। এই তালিকায় রয়েছে কোন কোন উপাদান? আসুন জেনে নেওয়া যাক...

হলুদ কমবেশি সকলের রান্নাঘরেই পাওয়া যায়। আদিযুগ থেকে রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে হলুদ। দই কিংবা দুধের সরের সঙ্গে হলুদ মিশিয়ে মাখুন। ত্বকের জেল্লা ফিরে পাবেন।

দুধও একই ভাবে ব্যবহার হয়ে আসছে রূপচর্চায়। শুষ্ক ত্বকের সমস্যা মেটাতে সাহায্য করে দুধ। রোজ স্নানের আগে হাতের তালুতে খানিকটা দুধ নিয়ে পুরো মুখে লাগিয়ে ধুয়ে ফেলুন। চকচক করবে মুখ।

কফিও খুব ভালো এক্সফ্লোয়েটর হিসেবে কাজ করে। এছাড়া ত্বকের ট্যান দূর করতে সাহায্য করে এই কফি। কফির সঙ্গে চিনি মিশিয়ে বডি স্ক্রাব হিসেবেও ব্যবহার করতে পারেন।

প্রাকৃতিক ক্লিন্জার হিসেবে বেশ ভালো কাজ করে বেসন। বেসনের ফেস প্যাক নিয়মিত ব্যবহারের ফলে আপনার ত্বকের উজ্জলতা বৃদ্ধির পাশাপাশি ত্বকে ব্রণর সমস্যাও সমাধান হয়।

এছাড়াও রূপচর্চায় যোগ করতে পারেন দই। ট্যান তুলতে সাহায্য করে দই। এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন কয়েক ফোঁটা মধু ও লেবুর রস। এতে আরও ভাল উপকার পাবেন।

ডি-ট্যানিং-এর -জন্য সুনাম রয়েছে টমেটোরও। এতে উপস্থিত উপাদান ত্বক পরিস্কার করে দ্রুত। স্নানের আগে এক টুকরো টমেটো নিয়ে মুখে ঘষে নিন। খেয়াল রাখবেন আলতো হাতে অবশ্যই। সপ্তাহে এক থেকে দু'দিন ব্যবহার করুন। ফলাফল নিজের চোখেই ধরা পড়বে।