শুধু হার্ট অ্যাটাক নয়, রোজ কাঁচা রসুন খেলে আরও যে সব রোগের ঝুঁকি কমবে…
megha |
Feb 09, 2024 | 8:45 AM
Garlic Benefits for Health: রোজের রান্না কমবেশি রসুন ব্যবহার হয়। মূলত স্বাদ ও গন্ধের জন্যই রান্নায় রসুনের কদর বেশি। কিন্তু রসুনের গুণাগুণ ভুলে গেলে চলবে না। এই উপাদান আপনার স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। কাঁচা হোক বা রান্না মিশিয়ে, রসুন খেলে কী-কী উপকার মেলে, চলুন দেখে নেওয়া যাক।
1 / 8
রোজের রান্না কমবেশি রসুন ব্যবহার হয়। মূলত স্বাদ ও গন্ধের জন্যই রান্নায় রসুনের কদর বেশি। কিন্তু রসুনের গুণাগুণ ভুলে গেলে চলবে না। এই উপাদান আপনার স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী।
2 / 8
রসুনের মধ্যে অ্যালিসিন নামের একটি যৌগ রয়েছে, যার মধ্যে উচ্চ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। এছাড়াও ভিটামিন ও মিনারেল থাকায়, রসুন খেলে সংক্রমণের ঝুঁকি কমে এবং ইমিউনিটি বৃদ্ধি পায়।
3 / 8
রসুনের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দেহে ফ্রি র্যাডিকেলের সঙ্গে লড়াই করে দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায়। এই অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ চাপ এবং শারীরিক প্রদাহ কমায়। এতে ক্যানসার, অ্যালঝাইমার্সের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমে।
4 / 8
কাঁচা রসুনের কোয়া হোক বা স্যুপ-স্যালাদে রসুন থাকুক, এটি রক্তচাপ কমাতে সাহায্য করে। এতে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে। অন্যদিকে, খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়ক এই উপাদান। সামগ্রিকভাবে কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য উন্নত করে রসুন।
5 / 8
একাধিক গবেষণায় দেখা গিয়েছে, রসুন শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। রসুন খেলে দেহে জমে থাকা দূষিত পদার্থ বেরিয়ে যায়। এতে একাধিক রোগের ঝুঁকি কমে যায়।
6 / 8
রসুনের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন রয়েছে। এছাড়াও এক ধরনের সালফার পাওয়া যায়। এসব উপাদানগুলো দেহে অ্যান্টিইনফ্লেমেটরি হিসেবে কাজ করে। এগুলো অক্সিডেটিভ চাপ কমায় এবং রোগের ঝুঁকি কমায়।
7 / 8
হৃদরোগ, ক্যানসারের ঝুঁকি কমানোর পাশাপাশি হাড়ের স্বাস্থ্য বজায় রাখে রসুন। রসুনের মধ্যে ম্যাগানিজ ও সেলেনিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি রয়েছে, যা হাড়কে মজবুত করতে সাহায্য করে।
8 / 8
রোজ সকালে খালি পেটে এক কোয়া করে রসুন খেলে এসব উপকারিতা মিলতে পারে। এছাড়াও আপনি স্যুপ, তরকারি কিংবা স্যালাদে রসুন মিশিয়ে খেতে পারেন।