Ovaltin Cake: বাড়িতেই বানিয়ে নিন ওভালটিন কেক, রইল রেসিপি
Cake Recipe: যে কোনও অনুষ্ঠানের জন্য বাড়িতেই বানিয়ে নিতে পারেন ওভালটিন কেক। এটা খেতে যেমন নরম ও সুস্বাদু, তেমন বানানোও সহজ। ওভালটিন কেক বানাতে লাগবে ডিম, ময়দা, ওভালটিন, কোকো পাউডার, অল্প হরলিক্স বা মল্ট ড্রিংক পাউডার, চিনি, সূর্যমুখী তেল, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স এবং গরম ফুল ক্রিম দুধ