
হোলির দিনে হতে চলেছে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। ধর্মীয় এবং জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও এর বিশেষ তাৎপর্য রয়েছে। চন্দ্রগ্রহণের প্রভাব পড়বে সব রাশির উপরেও। কারও উপর পড়বে নেতিবাচক প্রভাব তো কারও উপর পড়বে ইতিবাচক প্রভাব। যদিও কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই সব নেতিবাচক প্রভাব কমানো যেতে পারে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দ্রগ্রহণকে অশুভ বলে মনে করা হয়। এই সময় কোনও শুভ কাজ করতে নেই। বিশ্বাস করা হয়, চন্দ্রগ্রহণের সময় নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। তবে ভগবান শিবের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভোলেনাথের পুজো করলে রাশিচক্রের উপর সুপ্রভাব পড়ে।

পঞ্চাং অনুসারে, ২০২৫ সালের প্রথম চন্দ্রগ্রহণ ১৪ মার্চ, শুক্রবার। ভারতীয় সময় অনুসারে, ১৪ মার্চ সকাল ৯:২৭ থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত চন্দ্রগ্রহণ চলবে। অর্থাৎ চন্দ্রগ্রহণের সময়কাল হবে ৬ ঘন্টা ৩ মিনিট। যেহেতু চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না, তাই সূতক সময় ভারতে বৈধ হবে না।

চন্দ্রগ্রহণের আগে কিছু কাজটি করলে আপনার উপর নেতিবাচক শক্তি কোনও প্রভাব ফেলতে পারবে না। কী কী সেই কাজ? জেনে নিন কী বলছে জ্যোতিষশাস্ত্র।

চন্দ্রগ্রহণের সময় ভগবান শিবের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মহাদেবকে চন্দ্রের অধিপতি হিসেবে বিবেচনা করা হয়, তাঁর উপাসনা করলে চন্দ্রগ্রহণের নেতিবাচক প্রভাব এড়ানো যায়। এই সময় দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। গরীব কাউকে সাদা পোশাক, চাল, দুধ বা রুপোর কিছু দান করতে পারেন।

চন্দ্রগ্রহণের সময় চন্দ্র মন্ত্র জপ করাও খুবই উপকারী। "ওঁ সোম সোময় নমঃ" মন্ত্রটি জপ করতে পারেন। চন্দ্রগ্রহণের আগে, তুলসী পাতা ছিঁড়ে একপাশে রেখে দিন এবং গ্রহণের সময় খাবার এবং জল মিশিয়ে খেতে পারেন।

গ্রহণ শেষ হওয়ার পর, স্নান করুন এবং ঘর পরিষ্কার করুন, এতে গ্রহের প্রভাব কমতে পারে। চন্দ্রগ্রহণ সকল রাশিচক্রকে প্রভাবিত করে, তবে কিছু রাশিচক্র আছে যাদের উপর এর প্রভাব বেশি।

বৃষ রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশির জাতকদের চন্দ্রগ্রহণের আগে থেকে সাবধান হওয়া উচিত। এই সময়ে গর্ভবতী মহিলাদের ঘর থেকে বাইরে যাওয়া উচিত নয়। নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকা উচিত। (সব ছবি - Getty Images & PTI)