Perfume Spray Tips: পারফিউম স্প্রে করার টিপস: সুগন্ধ দীর্ঘস্থায়ী হবে, ব্যক্তিত্বও প্রকাশ পাবে
Sukla Bhattacharjee |
Mar 05, 2024 | 8:00 AM
Perfume use tips: প্রচণ্ড গরমের সময়ে ঘামের দুর্গন্ধের কাছে অনেক সময়ই হার মানে সুগন্ধি। তবে পারফিউমের গন্ধ দীর্ঘক্ষণ ধরে রাখতে সেটা ব্যবহারের বিশেষ কতকগুলি নিয়ম রয়েছে। সেগুলি মেনে চললে ঘামের দুর্গন্ধের মধ্যেও সুগন্ধি সুবাসিত হবে। অফিসের মিটিং, প্রেমিক বা প্রেমিকার সঙ্গে অ্যাপো এবং পরীক্ষা হলের জন্য বিশেষ-বিশেষ গন্ধযুক্ত পারফিউম ব্যবহার করা উচিত।
1 / 8
কলেজ হোক বা অফিস যাত্রা, পারফিউম ছাড়া যেন সাজ সম্পূর্ণ হয় না। আর গরমের সময় তো বিশেষ সঙ্গী হয়ে ওঠে পারফিউম। কিন্তু, জানেন কি অফিসের মিটিং, প্রেমিক বা প্রেমিকার সঙ্গে অ্যাপো এবং পরীক্ষা হলের জন্য বিশেষ-বিশেষ গন্ধযুক্ত পারফিউম ব্যবহার করা উচিত?
2 / 8
স্থান বা কাজের ক্ষেত্র অনুযায়ী ব্যক্তিত্ব তুলে ধরতে বিশেষ ভূমিকা নেয় পারফিউমের গন্ধ। অফিস মিটিংয়ে চড়া গন্ধের বদলে হালকা ফুল কিংবা সাইট্রাস গন্ধের পারফিউস ব্যবহার করুন। আর বাইরে বিশেষ অনুষ্ঠানে চড়া গন্ধের সুগন্ধি ব্যবহার করতে পারেন
3 / 8
প্রচণ্ড গরমের সময়ে ঘামের দুর্গন্ধের কাছে অনেক সময়ই হার মানে সুগন্ধি। তবে পারফিউমের গন্ধ দীর্ঘক্ষণ ধরে রাখতে সেটা ব্যবহারের বিশেষ কতকগুলি নিয়ম রয়েছে। সেগুলি মেনে চললে ঘামের দুর্গন্ধের মধ্যেও সুগন্ধি সুবাসিত হবে
4 / 8
অনেকেই সাধারণত জামা-কাপড়ের উপর বডি স্প্রে বা পারফিউম স্প্রে করেন। কিন্তু, জামা-কাপড়ের উপর স্প্রে করলে সুগন্ধির গন্ধ দীর্ঘস্থায় হয় না। বরং জামা-কাপড়ের উপর দাগ হয়ে যেতে পারে। আর অফিসের মিটিংয়ে পোশাকের উপর দাগ ব্যক্তিত্বের উপর প্রভাব ফেলতে পারে
5 / 8
পারফিউম হোক বা বডি স্প্রে, সরাসরি ত্বকের উপর প্রয়োগ করুন। তাহলে গন্ধ দীর্ঘস্থায়ী হবে। তবে শরীরের বিশেষ অংশের উপর সুগন্ধি স্প্রে করুন, যাতে পাশের চেয়ারে বসে থাকা লোকও সেই সুগন্ধির আবেশ পায়
6 / 8
দেহের যে সব অংশে হৃৎস্পন্দন অনুভূত হয়, যেমন- গলা, কানের পিছনের অংশ, কব্জি এবং হাতের ভাঁজে বডি স্প্রে বা পারফিউম স্প্রে করুন। এই সমস্ত অংশে পারফিউমের গন্ধ দীর্ঘক্ষণ স্থায়ী হয়
7 / 8
অনেকেই দেহের বিভিন্ন অংশে বারবার পারফিউম স্প্রে করেন। এটা করা উচিত নয়। বিশেষত, অফিস মিটিংয়ে এভাবে পারফিউম স্প্রে করলে সুগন্ধি গন্ধ চড়া হয়ে উঠবে। দেহের নির্দিষ্ট অংশগুলিতে ২-৩ বার স্প্রে করলেই চলবে
8 / 8
অনেকেই দেহের বিভিন্ন অংশে বারবার পারফিউম স্প্রে করেন। এটা করা উচিত নয়। বিশেষত, অফিস মিটিংয়ে এভাবে পারফিউম স্প্রে করলে সুগন্ধি গন্ধ চড়া হয়ে উঠবে। দেহের নির্দিষ্ট অংশগুলিতে ২-৩ বার স্প্রে করলেই চলবে