Prawn Recipe: চিংড়ি দিয়ে বানিয়ে নিন কচুর লতির জিভে জল আনা এই পদ, রইল রেসিপি
Prawn Recipe: চিংড়ি দিয়ে বানানো যায় সুস্বাদু নানা পদ। চিংড়ি ভাজা থেকে চিংড়ির বড়া, মালাইকারি বা চিংড়ি দিয়ে বিভিন্ন তরকারি দারুণ সুস্বাদু। কচুর লতিও খুব প্রিয়। এবার চিংড়ি দিয়ে বানিয়ে নিন কলাপাতায় কচুর লতি। খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু এই পদ।