
পুজোর সময় নায়িকাদের মতো ত্বক চাই? তাহলে নায়িকাদের মতোই আপনাকে রূপচর্চা করতে হবে। ভাবছেন, এতে খরচ অনেক হবে কিংবা শেষ মুহূর্তে কোথায় যাবেন? আপনার এই সব সমস্যা সমাধান রয়েছে আমাদের কাছে।

নায়িকাদের মতো জেল্লা পেতে চাইলে, তাঁদের রূপচর্চা মেনে চলাই ভাল। আর এর জন্য কোনও নামীদামি প্রসাধনী বা স্যালোঁর দ্বারস্থ হতে হবে না। হেঁশেলে শুধু টক দই থাকলেই চলবে।

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, ঐশ্বর্য রাই বচ্চন থেকে শুরু করে কিয়ারা আডবানী, রাকুলপ্রিত সিং, প্রায় সকলেই ত্বকের যত্নে টক দই ব্যবহার করেন। টক দই ত্বককে ময়েশ্চারাইজ করে, ট্যান দূর করে এবং ত্বকের জেল্লা ফেরাতে সাহায্য করে।

বিদেশে থাকলেও প্রিয়াঙ্কা আজও দেশি উবতান ব্যবহার করেন। টক দই, বেসন ও হলুদ গুঁড়ো দিয়ে তৈরি ফেসপ্যাক দেশি গার্লের সবচেয়ে বেশি প্রিয়। আপনিও এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। শুধু মুখ ধোয়ার সময় হালকা হাতে স্ক্রাব করুন। এটি নিস্তেজ ত্বকে জেল্লা ফিরিয়ে আনে।

প্রাক্তন বিশ্বসুন্দরীর সৌন্দর্যের রহস্যও টক দই। ঐশ্বর্য রাই বচ্চন ত্বককে ময়েশ্চারাইজ করতে টক দই ব্যবহার করতে ভালবাসেন। ত্বকের উপর সরাসরি টক দই মাখলে আপনি পেয়ে যাবেন নরম ও কোমল ত্বক।

প্রিয়াঙ্কার মতো রাকুলপ্রিত সিংও টক দইয়ের ফেসপ্যাক ব্যবহার করেন। টক দইয়ের সঙ্গে বেসন ও হলুদ গুঁড়ো মেশানো ফেসপ্যাক রাতারাতি ত্বকের জেল্লা ফেরাতে সাহায্য করে। এই ফেসপ্যাক ত্বকের মরা কোষও দূর করে দেয়।

কিয়ারা আডবানীর মতো নিখুঁত ত্বক পেতে চাইলে আপনিও টক দই ব্যবহার করুন। কিয়ারা আডবানীর দুধে অ্যালার্জি রয়েছে, তিনি ল্যাক্টোজ ইনটরালেন্ট। কিন্তু মুখে টক দই মেখে তিনি ত্বকের স্বাস্থ্য বজায় রাখেন।

অনন্যা পান্ডে সবসময় তাঁর মায়ের দেওয়ার টিপস মেনে চলেন। নতুন প্রজন্মের এই নায়িকাও ঘরোয়া টোটকাতেই বিশ্বাসী। টক দইয়ের সঙ্গে মধু ও হলুদ গুঁড়ো মেশানো ফেসপ্যাক ব্যবহার করেন তিনি। আপনিও চাইলে এই ফেসপ্যাক ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখতে পারেন। তারপর জল দিয়ে ধুয়ে ফেললেই পাবেন উজ্জ্বল ত্বক।