Waiting List Ticket: ট্রেনের ওয়েটিং লিস্ট টিকিট কনফার্ম করবেন কী ভাবে? জানালেন রেলমন্ত্রী
Waiting List Ticket: ভারতীয় রেলের তরফে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের জন্য রয়েছে এক বিশেষ সুবিধা। যার মাধ্যমে অনায়াসেই কিন্তু টিকিট পেতে পারেন সেই যাত্রী।
1 / 8
ভারতীয় রেলের ওয়েটিং লিস্ট টিকিট কনফার্ম হওয়া আর ভগবানের দেখা পাওয়া প্রায় একই ব্যাপার। হঠাৎ করে কোনও প্রয়োজন হলে তৎকলে টিকিট কাটাও সহজ ব্যাপার। এমারজন্সিতে অগত্যা বেশি ভাড়া দিয়ে ফ্লাইটে যাতায়াত করতে হয় অনেককে। কিন্তু সেই ক্ষমতাও ভারতের অধিকাংশ নাগরিকের থাকে না। ফলত পড়তে চরম আতান্তরে।
2 / 8
যদিও সঠিক উপায় জানা থাকলে এই সমস্যা থেকে মুক্তি সম্ভব। ভারতীয় রেলের তরফে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের জন্য রয়েছে এক বিশেষ সুবিধা। যার মাধ্যমে অনায়াসেই কিন্তু টিকিট পেতে পারেন সেই যাত্রী। কিন্তু অধিকাংশই সেই বিষয়ে এখনও অবগত নয়।
3 / 8
শীতকালীন অধিবেশন চলার সময় রাজ্যসভায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন সে কথা। তিনি জানান 'অলটারনেটিভ স্কিম' ব্যবহার করেই ২০২৩ সালে ২৪,৫৭,২০৯ জন ওয়েটিং লিস্টে থাকা যাত্রী অন্য ট্রেনে কনফার্ম টিকিট পেয়েছেন। ২০১৬ সালে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের কনফার্ম টিকিট পাইয়ে দেওয়ার সুবিধা দিতে এবং ফাঁকা থাকা সিটের সর্বোচ্চ ব্যবহার বাড়াতেই এই বিশেষ প্রকল্প নিয়ে আসে রেল দফতর।
4 / 8
কী ভাবে বুক করতে পারবেন কনফার্ম টিকিট? রেলমন্ত্রী জানান ওয়েটিং লিস্ট টিকিট থেকে অন্য ট্রেনে কনফার্ম টিকিট পাওয়ার জন্য, টিকিট বুক করার সময় 'অলটারনেটিভ স্কিম' অপশনটি বেছে নিয়ে হবে।
5 / 8
কী এই অলটারনেটিভ স্কিম? আইআরসিটিসির এই বিশেষ প্রকল্পের মাধ্যমে যাত্রীরা যে ট্রেনে টিকিট বুক করছেন, সেখানে যদি কনফার্ম টিকিট না পান, তাহলে ওই একই রুটে চলা অন্য ট্রেনে কনফার্ম টিকিট পেতে পারেন আপনি।
6 / 8
যদিও মনে রাখবেন এই স্কিম কিন্তু কোনও আসনের নিশ্চয়তা দেয় না। কেবল কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। টিকিট বুক করার সময়, যদি কোনও যাত্রী ওয়েটিং লিস্টের টিকিট পান, তবে তিনি বিকল্প স্কিম বেছে নিতে পারেন। বিকল্প স্কিমের অধীনে অন্য ট্রেনে আসন পাওয়া গেলে সেই যাত্রীকে জানানো হয়।
7 / 8
যাত্রীরা কীভাবে উপকৃত হবেন? বিকল্প স্কিমের মাধ্যমে, যাত্রীরা অতিরিক্ত বিকল্প হিসাবে অন্য ট্রেনে ভ্রমণ করতে পারেন। এই সুবিধা যাত্রীদের জন্য খুবই উপকারী। বিশেষ করে যাদের হঠাৎ করে জরুরি প্রয়োজনে কোথাও যেতে হবে তাঁদের জন্য আরও উপকারী।
8 / 8
এছাড়াও, এই প্রকল্প রেলওয়েকে খালি আসনগুলির আরও ভাল ব্যবহার করতে সাহায্য করবে। ২০২৩-২৪ আর্থিক বছরে এই প্রকল্পের অধীনে ৫৭,২০৯ জন যাত্রী কনফার্ম টিকিট পেয়েছিলেন।