Refrigerator Tips: বর্ষায় ফ্রিজে অতিরিক্ত দুর্গন্ধ হচ্ছে? ঘরোয়া এই উপায়েই পচা গন্ধ দূর করুন
Sukla Bhattacharjee |
Jul 15, 2024 | 3:39 PM
Refrigerator Tips: কাঁচা শাক-সবজি, কাঁচা মাছ, মাংস, দুধ ডিম থেকে রান্না করা খাবার, সবকিছুই টানা কয়েকদিন সতেজ থাকে ফ্রিজে। অনেকেই প্রায় এক সপ্তাহের বাজার থেকে রান্না করে ফ্রিজে রেখে দেন। আর এরকম টানা থাকতে-থাকতে ফ্রিজে দুর্গন্ধ হয়। ঘরোয়া এই সহজ উপায়েই এই দুর্গন্ধ দূর করতে পারেন।
1 / 8
বর্তমানের ব্যস্ত জীবনযাত্রায় গৃহস্থের ফ্রিজ ছাড়া চলে না। বারবার রান্না করা, বাজার করার ঝক্কি থেকে বাঁচতে ফ্রিজ-ই ভরসা। কাঁচা শাক-সবজি, কাঁচা মাছ, মাংস, দুধ ডিম থেকে রান্না করা খাবার, সবকিছুই টানা কয়েকদিন সতেজ থাকে ফ্রিজে
2 / 8
অনেকেই প্রায় এক সপ্তাহের বাজার থেকে রান্না করে ফ্রিজে রেখে দেন। আর এরকম টানা থাকতে-থাকতে ফ্রিজে দুর্গন্ধ হয়। ঘরোয়া এই সহজ উপায়েই এই দুর্গন্ধ দূর করতে পারেন
3 / 8
দুর্গন্ধ দূর করতে দারুণ কার্যকরী বেকিং সোডা। একটি বাটিতে বেশ খানিকটা বেকিং সোডা নিয়ে ঢাকনা না দিয়ে ফ্রিজে রাখুন। টানা ২-৩ দিন এরকম থাকলে ফ্রিজের দুর্গন্ধ দূর হবে
4 / 8
পাতিলেবু মাঝ বরাবর কেটে ফ্রিজে রেখে দিন। ফ্রিজের দুর্গন্ধ শুষে নেয় লেবু। টানা ২-৩ দিন লেবু ফ্রিজে রাখলেই দুর্গন্ধ পালিয়ে যাবে
5 / 8
যে কোনও গন্ধ শোষণ করে নেয় ভিনিগার। একটি বাটিতে অল্প ঈষদুষ্ণ জলে সামান্য পরিমাণ ভিনিগার দিয়ে ফ্রিজে রাতে রেখে দিন। সারারাত এটা রেখে দিলেই কাজ হবে। পরদিন সকালে ফ্রিজের গেট খুললেই দুর্গন্ধ দূর হয়ে যাবে
6 / 8
ত্বক পরিষ্কার করার পাশাপাশি দুর্গন্ধ দূর করতেও খুব কার্যকরী কমলালেবুর খোসা। তাই কমলালেবুর খোসা ফেলে না দিয়ে ফ্রিজে রেখে দিন। আর ফ্রিজে দুর্গন্ধ হবে না
7 / 8
দুর্গন্ধ এড়াতে ফ্রিজের তাপমাত্রা ঠিকমতো রাখা উচিত। তাপমাত্রা ঠিক না থাকলে ফ্রিজের ভিতর ব্যাকটেরিয়া হতে পারে, তার থেকে দুর্গন্ধ হতে পারে। ফ্রিজের তাপমাত্রা সাধারণত ৪-৫ ডিগ্রি সেলসিয়াস হওয়া বাঞ্ছনীয়
8 / 8
কাঁচা মাছ-মাংস এবং আদা, রসুন, পেঁয়াজ বাটা থেকে ফ্রিজে দুর্গন্ধ ছড়ায়। তাই এগুলি ঢাকা দেওয়া কৌটোয় ভরে ফ্রিজে রাখুন। তাহলে সহজে দুর্গন্ধ হবে না। আর সপ্তাহে না হলেও অন্তত মাসে একবার ফ্রিজ পরিষ্কার করুন