
ত্বকের সমস্যা সহজে পিছু ছাড়ে না। সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয় এই গ্রীষ্মকালে। গরমে ত্বকে তেলতেলে ভাব বাড়ে। তার সঙ্গে ব্রণ, চুলকানি, র্যাশের সমস্যা রয়েছে। এই সবকিছু থেকে আপনাকে নিমেষে মুক্তি দিতে পারে চালের গুঁড়ি।

যাঁরা কোরিয়ান বিউটির ফ্যান, তাঁদের স্কিন কেয়ার রাইস ওয়াটার বা চালের তৈরি মাস্ক থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই রাইস ওয়াটার চুলের যত্নে ব্যবহার করা হয়। এবার ত্বকের যত্ন নিতেও চালের গুঁড়ি ব্যবহার করুন। আপনার ত্বকের সমস্যা দু'দিনে দূর হয়ে যাবে।

চালের গুঁড়ি ব্যবহার করে আপনি সহজেই ত্বক এক্সফোলিয়েট করতে পারবেন। এতে ত্বকের উপর থেকে সমস্ত ধুলো, বালি, মরা চামড়া দূর হয়ে যাবে। কিন্তু কীভাবে চালের গুঁড়ি ব্যবহার করে ত্বকের উপর ব্যবহার করবেন, সেটা জানা দরকার।

যদি স্ক্রাবার হিসেবে চালের গুঁড়ি ব্যবহার করেন, তাহলে চালের গুঁড়ির সঙ্গে গোলাপ জল মিশিয়ে ত্বকের উপর লাগাতে পারেন। এটা ত্বকের উপর লাগিয়ে হালকা হাতে ঘষে নিন।

চালের গুঁড়ি দিয়ে ফেসপ্যাক বানিয়েও ব্যবহার করতে পারেন। আপনার যদি তৈলাক্ত ত্বক হয়, তাহলে গ্রিন টি বানিয়ে তার সঙ্গে চালের গুঁড়ি ও লেবুর রস মিশিয়ে ত্বকের উপর লাগান। গ্রিন টি ব্যাকটেরিয়ার হাত থেকে ত্বককে রক্ষা করে।

চালের গুঁড়ির সঙ্গে অ্যালোভেরা জেল, এক চিমটে হলুদ ও ভিটামিন ই অয়েল মিশিয়ে ত্বকের উপর লাগান। এতে আপনার নিস্তেজ ত্বকে উজ্জ্বলতা ফিরে আসবে। পাশাপাশি ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।

ট্যান দূর করতেও আপনি চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন। চালের গুঁড়ির সঙ্গে কাঁচা দুধ, মধু একসঙ্গে মিশিয়ে নিন ফেসপ্যাক বানিয়ে নিন। স্নানের আগে এই ফেসপ্যাক ত্বকে লাগিয়ে ভাল করে ঘষে নিন। এতেই ট্যান দূর হয়ে যাবে।

শুষ্ক ত্বকের সমস্যায় ভুগছেন? ২ চামচ চালের গুঁড়ির সঙ্গে ১ চামচ মধু ও দুধ মিশিয়ে ত্বকের উপর লাগান। শুকিয়ে গেলে হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। এতে আপনার শুষ্ক ত্বকের সমস্যা দূর হয়ে যাবে।