Night Skin Care: রাতে ঘুমোতে যাওয়ার আগে গোলাপ জল আর লেবু এভাবে মিশিয়ে লাগালেই মুখ ফর্সা হবে ৭ দিনে

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Aug 07, 2023 | 10:38 AM

Night Skin care Routine: রাতে এভাবে মুখ পরিষ্কার করে নিয়ে নাইট ক্রিম বানিয়ে মুখে লাগান। এতে মুখ পরিষ্কার থাকবে আর দাগছোপ পড়বে না

1 / 8
আজকাল মানুষের পরিশ্রম অনেক বেশি। শারীরিক পরিশ্রম তো আছেই সঙ্গে মানসিক পরিশ্রমও বেশি। মানসিক চাপ মুখকে অনেক বেশি ক্লান্ত করে দেয়, মুখের উপর একটা কালো ছাপও পড়ে।

আজকাল মানুষের পরিশ্রম অনেক বেশি। শারীরিক পরিশ্রম তো আছেই সঙ্গে মানসিক পরিশ্রমও বেশি। মানসিক চাপ মুখকে অনেক বেশি ক্লান্ত করে দেয়, মুখের উপর একটা কালো ছাপও পড়ে।

2 / 8
সঙ্গে চিটচিটে আবহাওয়া তো আছেই। ফলে মুখ সবসময় চিটে হয়ে থাকে। এতে ধুলো-বালি অনেক বেশি জমে। বাড়ি ফিরে শুধুমাত্র ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে হবে না। পরিবর্তে এইভাবে প্যাক বানিয়ে নিয়ে মুখে মাখুন।

সঙ্গে চিটচিটে আবহাওয়া তো আছেই। ফলে মুখ সবসময় চিটে হয়ে থাকে। এতে ধুলো-বালি অনেক বেশি জমে। বাড়ি ফিরে শুধুমাত্র ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে হবে না। পরিবর্তে এইভাবে প্যাক বানিয়ে নিয়ে মুখে মাখুন।

3 / 8
২ চামচ গোলাপ জলের সঙ্গে হাফ চামচ গ্লিসারিন মিশিয়ে নিতে হবে। মুখের দাগ ছোপ দূর করতে এই গোলাপ জল আর গ্লিসারিন খুব ভাল কাজ করে।

২ চামচ গোলাপ জলের সঙ্গে হাফ চামচ গ্লিসারিন মিশিয়ে নিতে হবে। মুখের দাগ ছোপ দূর করতে এই গোলাপ জল আর গ্লিসারিন খুব ভাল কাজ করে।

4 / 8
এবার এই মিশ্রণে কয়েক ফোঁটা লেবুর রস আর হাফ চামচ কস্তূরী হলুদ মিশিয়ে দিতে হবে। এবার তা তুলোয় নিয়ে মুখে লাগিয়ে নিতে হবে। এবার তা ১০-১৫ মিনিট রাখুন।

এবার এই মিশ্রণে কয়েক ফোঁটা লেবুর রস আর হাফ চামচ কস্তূরী হলুদ মিশিয়ে দিতে হবে। এবার তা তুলোয় নিয়ে মুখে লাগিয়ে নিতে হবে। এবার তা ১০-১৫ মিনিট রাখুন।

5 / 8
এরপর জল দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিতে হবে। এতে মুখে খুব ভাল একটা গ্লো আসে। ফ্রেশ লাগে

এরপর জল দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিতে হবে। এতে মুখে খুব ভাল একটা গ্লো আসে। ফ্রেশ লাগে

6 / 8
এবার যে কোনও একটা ফেস ক্রিম নিয়ে ওর মধ্যে দু ফোঁটা গোলাপের জল, একটা ভিটামিন ই ক্যাপসুল ভেঙে মিশিয়ে দিন। এই ক্রিম মুখে লাগিয়ে ভাল করে ম্যাসাজ করে নিতে হবে।

এবার যে কোনও একটা ফেস ক্রিম নিয়ে ওর মধ্যে দু ফোঁটা গোলাপের জল, একটা ভিটামিন ই ক্যাপসুল ভেঙে মিশিয়ে দিন। এই ক্রিম মুখে লাগিয়ে ভাল করে ম্যাসাজ করে নিতে হবে।

7 / 8
এই ক্রিম যতক্ষণ না মুখে টেনে যাচ্ছে ততক্ষণ অবধি ম্যাসাজ করতে হবে। ১৫ মিনিট টানা ম্যাসাজ করতে পারলে খুব ভাল। সকালে উঠে দেখবেন মুখ অনেক নরম থাকছে, দাগ ছোপ থাকছে না।

এই ক্রিম যতক্ষণ না মুখে টেনে যাচ্ছে ততক্ষণ অবধি ম্যাসাজ করতে হবে। ১৫ মিনিট টানা ম্যাসাজ করতে পারলে খুব ভাল। সকালে উঠে দেখবেন মুখ অনেক নরম থাকছে, দাগ ছোপ থাকছে না।

8 / 8
পুজোর আগে টানা ১০ দিন এই টোটকা কাজে লাগান। এতে চোখের তলায় যে ব্ল্যাক স্পট থাকে তা দূর হবে সেই সঙ্গে মুখও অনেক বেশি পরিষ্কার থাকবে। মুখে দারুণ একটা গ্লো থাকবে। আলাদা করে ফেসিয়াল করতে হবে না।

পুজোর আগে টানা ১০ দিন এই টোটকা কাজে লাগান। এতে চোখের তলায় যে ব্ল্যাক স্পট থাকে তা দূর হবে সেই সঙ্গে মুখও অনেক বেশি পরিষ্কার থাকবে। মুখে দারুণ একটা গ্লো থাকবে। আলাদা করে ফেসিয়াল করতে হবে না।

Next Photo Gallery