Alia Bhatt Tips of Saree Selection: উচ্চতা কম হলে এই ধরনের শাড়ি পরুন, আপনাকে দেখাবে স্লিম ও লম্বা
Sukla Bhattacharjee |
Mar 31, 2024 | 12:01 AM
Saree Selection Tips: অনেকেই উচ্চতা কম হলে শাড়ি পরতে অস্বস্তি বোধ করেন। কিন্তু, বলিউড অভিনেত্রী আলিয়া ভট্টের উচ্চতা তুলনামূলক কম হলেও শাড়ি লুকে বাজিমাত করে দেন তিনি। অর্থাৎ শাড়ি নির্বাচন এবং শাড়ি পরার ধরনের উপর আপনাকে লম্বা দেখাতে পারে।
1 / 8
ভারতের ট্রাডিশনাল পোশাক বলতেই প্রথমে মনে আসে শাড়ি এবং ধুতি-পঞ্জাবীর কথা। এক সময়ে বয়স্ক মহিলা থেকে অল্পবয়সি মেয়েদেরও পোশাক ছিল শাড়ি। সময়ের সঙ্গে-সঙ্গে পোশাক-বৈচিত্র্য এসেছে। ভাবনারও বদল ঘটেছে
2 / 8
বর্তমানে কেবল ট্রাডিশনাল নয়, স্টাইলিশ ও ফ্যাশনেবল পোশাকও হয়ে উঠেছে শাড়ি। সময়ের সঙ্গে-সঙ্গে শাড়ি পড়ার ধরনও বদলেছে। এখন পুজো বাড়িতে যেভাবে শাড়ি পরা হয়, বিয়েবাড়িতে সেভাবে পরা হয় না, আবার পার্টিতে শাড়ি পরার ধরন আলাদা
3 / 8
আপনি রোগা হন বা মোটা, লম্বা হন বা খাটো- শাড়ি পরেই যে কোনও অনুষ্ঠানে নজর কাড়তে পারেন। তবে শাড়ি বাছাই ও শাড়ি পড়ার ধরনের উপরই আপনার সৌন্দর্য অনেকাংশে নির্ভর করে
4 / 8
অনেকেই উচ্চতা কম হলে শাড়ি পরতে অস্বস্তি বোধ করেন। কিন্তু, বলিউড অভিনেত্রী আলিয়া ভট্টের উচ্চতা তুলনামূলক কম হলেও শাড়ি লুকে বাজিমাত করে দেন তিনি। অর্থাৎ শাড়ি নির্বাচন এবং শাড়ি পরার ধরনের উপর আপনাকে লম্বা দেখাতে পারে
5 / 8
যাঁদের উচ্চতা কম, তাঁদের বোল্ড এবং বড় প্রিন্টের শাড়ি পরা উচিত নয়। তাহলে আপনার চেহারা আরও ছোট দেখাতে পারে। তাই উচ্চতা কম হলে ছোট প্রিন্টের শাড়ি বেছে নিন
6 / 8
যাঁদের উচ্চতা কম, তাঁদের উজ্জ্বল একরঙের শাড়ি খুব ভাল লাগে। একরঙা উজ্জ্বল শাড়ির মেঝে আপনাকে উচ্চতার ঊর্ধ্বে নিয়ে গিয়ে মায়াবী করে তোলে
7 / 8
কম উচ্চতার মহিলাদের হালকা কাপড়ের শাড়ি পরা উচিত। সুতি বা বেনারসি শাড়ির বদলে জর্জেট, শিফন বা হ্যান্ডলুমের শাড়ি পরলে ভালো লাগে, উচ্চতাও সেভাবে চোখে পরে না
8 / 8
উচ্চতার চেয়ে লম্বা দেখাতে চাইলে হালকা শেড নয়, ডিপ রঙের শাড়ি পরুন। যদিও আজকাল প্যাস্টেল রঙের শাড়ির ট্রেন্ড রয়েছে, কিন্তু এই ধরনের রঙ আপনার উচ্চতা কম দেখাতে পারে। তাই নেভি ব্লু বা কালো রঙের শাড়ি পরুন