TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
May 17, 2023 | 8:15 AM
চুল নিয়ে সকলেই অভিযোগ করেন। হাজার শ্যাম্পু, তেল ব্যবহারের পরও কিছুতেই তা বাগে আনা যাচ্ছে না। চুলে জট পড়ছে, চুল রুক্ষ্ম হয়ে যাচ্ছে। সারি দিয়ে অভিযোগ।
এদিকে চুলের যত্নে প্রাথমিক কিছু ভুল আমরাই করে থাকি। এর মধ্যে প্রধান হল চুল আঁচড়ানো। ঠিকই শুনছেন। অতিরিক্ত চুল আঁচড়ানো থেকেও চুলের ক্ষতি হয়।
চুলের গোড়ার দিক থেকে আঁচড়ান সকলে। এর ফলে চুলে জট পড়ে যায়। চুল আগার দিকে আলগা হয়ে যায়। আর সব চুল একজায়গায় গিয়ে জট পেকে যায়।
হেয়ার স্টাইল করতে গিয়ে অধিকাংশরই প্রথমে নজর যায় কালার এর দিকে। চুলে স্টাইল করতে গেলে চুল রং করা, আয়রন করা অপরিহার্য। আর এখান থেকেই চুলের মস্ত বড় ক্ষতি হয়।
শুধু তাই নয়, অনেকেই চুলে হেয়ার সেটিং স্প্রে ব্যবহার করেন। চুলে যে কোনও স্টাইল করার পর এই স্প্রে-এর গুণেই চুল ঠিক থাকে।
চুলের স্টাইল হলেও এই স্প্রে চুলের জন্য একেবারেই ভাল নয়। এতে চুল রুক্ষ্ম তো হয়ই সেই সঙ্গে চুল পড়ে যায়। বেশি ব্যবহার করলে চুল নিষ্প্রাণ হয়ে যায়।
অনেকেই আছেন যাঁদের কাজের প্রয়োজনে এই সেটিং স্প্রে রোজ ব্যবহার করতে হয়। এতে হেয়ার গ্রোথ নষ্ট হয়ে যায়। চুল ঝরে যায়। চুল আঁচড়ানো মুশকিল হয়ে পড়ে।
তাই এই স্প্রে ব্যবহার করলে রাতে চুলে ভাল করে তেল গরম করে ম্যাসাজ করুন। এতে চুল নরম হয়। এছাড়াও চুল অনেক কম ছেঁড়ে এতে।