Monsoon Skin Care: বর্ষায় ত্বকের কালো চিটচিটে ভাব দূর হবে এক নিমেষেই যদি রোজ এই মিশ্রণ মুখে লাগান

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Jul 13, 2023 | 9:45 AM

Monsoon Skincare Routine: রোজ ত্বকের পরিচর্যা করার সময় হয় না। আর তাই সপ্তাহে একদিন এই প্যাক লাগাতে পারলেই অনেক উপকার পাবেন। টানা একমাস করলে নিজেই তফাত দেখবেন

1 / 8
বর্ষায় মুখে চিটচিটে ভাব আর কালচে ছোপ থেকে যায়। কিছুতেই ফ্রেশনেস থাকে না। সেই সঙ্গে ত্বক অনেক বেশি ক্লান্ত লাগে। ওপেন পোরসের সমস্যা যাঁদের রয়েছে তাঁদের জন্য বর্ষাকাল আরও মারাত্মক।

বর্ষায় মুখে চিটচিটে ভাব আর কালচে ছোপ থেকে যায়। কিছুতেই ফ্রেশনেস থাকে না। সেই সঙ্গে ত্বক অনেক বেশি ক্লান্ত লাগে। ওপেন পোরসের সমস্যা যাঁদের রয়েছে তাঁদের জন্য বর্ষাকাল আরও মারাত্মক।

2 / 8
বর্ষায় বাইরের জল মুখে লাগলে একাধিক সমস্যা হয়ে থাকে। আর এই সমস্যা এড়াতে জোরদার ব্যবস্থা নিতে হবে। বর্ষার এই চিটচিটে ভাব দূর করতে বাড়িতেই করুন ফেসিয়াল।

বর্ষায় বাইরের জল মুখে লাগলে একাধিক সমস্যা হয়ে থাকে। আর এই সমস্যা এড়াতে জোরদার ব্যবস্থা নিতে হবে। বর্ষার এই চিটচিটে ভাব দূর করতে বাড়িতেই করুন ফেসিয়াল।

3 / 8
একটা বাটিতে এক চামচ গোলাপ জল আর হাফ চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ আমাদের ত্বক ভাল রাখতে ভীষণই উপকারী। এতে ঘামও কম হয়।

একটা বাটিতে এক চামচ গোলাপ জল আর হাফ চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ আমাদের ত্বক ভাল রাখতে ভীষণই উপকারী। এতে ঘামও কম হয়।

4 / 8
বাইরে বেরোলে সানস্ক্রিন লাগাতেই হয়। আর এই সানস্ক্রিন থেকে ঘাম বেশি হয়। বাড়ি ফিরে তাই মুখ ধুয়ে এই মিশ্রণ লাগালেও খুব উপকার হয়। কপাল, ঠোঁট, নাকের উপর আর থুতনিতে ভাল করে ম্যাসাজ করতে হবে।

বাইরে বেরোলে সানস্ক্রিন লাগাতেই হয়। আর এই সানস্ক্রিন থেকে ঘাম বেশি হয়। বাড়ি ফিরে তাই মুখ ধুয়ে এই মিশ্রণ লাগালেও খুব উপকার হয়। কপাল, ঠোঁট, নাকের উপর আর থুতনিতে ভাল করে ম্যাসাজ করতে হবে।

5 / 8
এবার একটা ওয়েট টিস্যু নিয়ে মুখ খুব ভাল করে পরিষ্কার করে নিতে হবে। দেখবেন অনেক কালো ময়লা উঠে আসছে।

এবার একটা ওয়েট টিস্যু নিয়ে মুখ খুব ভাল করে পরিষ্কার করে নিতে হবে। দেখবেন অনেক কালো ময়লা উঠে আসছে।

6 / 8
এবার দু চামচ বিটরুট পাউডার, মুলতানি মাটি, গোলাপ জল একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এবার এতে এক চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিন। এবার তা মুখে ভাল করে লাগিয়ে নিন।

এবার দু চামচ বিটরুট পাউডার, মুলতানি মাটি, গোলাপ জল একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এবার এতে এক চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিন। এবার তা মুখে ভাল করে লাগিয়ে নিন।

7 / 8
বিটের মধ্যে অনেকটা পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিনসি থাকে। যা মুখের ট্যান তুলে দিতে সাহায্য করে। সেই সঙ্গে মুখে বয়সের ছাপ পড়তে দেয় না।

বিটের মধ্যে অনেকটা পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিনসি থাকে। যা মুখের ট্যান তুলে দিতে সাহায্য করে। সেই সঙ্গে মুখে বয়সের ছাপ পড়তে দেয় না।

8 / 8
স্কিন যত বেশি টাইট হবে তত ঘাম কম হবে। সপ্তাহে অন্তত তিনদিন যদি এই প্যাক লাগানো যায় তাহলে খুব ভাল। এই প্যাক ২০-২৫ মিনিট মুখে রেখে শুকনোর পর জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এতে মুখ পরিষ্কার হবেই।

স্কিন যত বেশি টাইট হবে তত ঘাম কম হবে। সপ্তাহে অন্তত তিনদিন যদি এই প্যাক লাগানো যায় তাহলে খুব ভাল। এই প্যাক ২০-২৫ মিনিট মুখে রেখে শুকনোর পর জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এতে মুখ পরিষ্কার হবেই।

Next Photo Gallery