TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Jul 25, 2023 | 4:27 PM
ক্রিম, সাবানের তুলনায় রান্নাঘরে থাকা সামান্য উপকরণেই কাজ হয় সবচাইতে ভাল। পয়সা খরচ ছাড়া রূপচর্চা করতে কাজে লাগান এই সব টোটকা
রোজকার যে ভাত হয় তা নামানোর আগে ২ হাতা ভাত আর ভাতের মাড় তুলে রাখতে হবে। এবার তা ঠান্ডা হলে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে।
এবার এর মধ্যে অ্যালোভেরা জেল ও দু চামচ টকদই মিশিয়ে নিন। এতে ত্বকের জ্বালাপোড়া ভাব থাকবে না। যে কোনও রকম অ্যালার্জি প্রতিরোধ করবে এর সঙ্গে একটু মধুও মেশাতে পারেন
স্নান করার আগে মুখে, গায়ে এই রাইস প্যাক খুব ভাল করে লাগিয়ে নিতে হবে। লাগানোর ৩০ মিনিট আগে এইক্রিমের মিশ্রণ ফ্রিজে রাখতে ভুলবেন না।
মুখে তা ভাল করে লাগিয়ে শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করুন। চোখের তলায় ভাল করে লাগান। এতে ডার্ক সার্কল থেকেও মুক্তি পাওয়া যাবে।
৩০ মিনিট তা মুখে রেখে একটা ভিজে তোয়ালে দিয়ে মুখ মুছে নিতে হবে। ব্ল্যাকহেডস বা হোয়াইড হেডসের সমস্যায় খুব ভাল কাজ করে।
এই ফেসপ্যাক ব্যবহার করার পর কোনও হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। কিন্তু ফেসওয়াশ করবেন না।
টানা দু সপ্তাহ চেষ্টা করুন এই ফেসপ্যাক ব্যবহার করতে। এতে খুব ভাল রেজাল্ট পাবেন। মুখে চকচকে ভাব আসবে আর মুখ অনেক বেশি ফর্সাও থাকবে।