মুখের সৌন্দর্য বাড়িয়ে তোলে চোখ এবং ঠোঁট। তাই মেকাপ করার সময় চোখ ও ঠোঁটের মেকাপের দিকে বিশেষ নজর দিতে হয়
মেয়েদের মুখের সৌন্দর্য বাড়ায় স্মোকি চোখ। গায়ের রং বা ড্রেস যেমনই হোক, স্মোকি আই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবেই
মেকাপের শুরুতে চোখে প্রাইমার দেওয়া জরুরি। এটা দীর্ঘক্ষণ চোখের মেকাপ ধরে রাখে এবং চোখ উজ্জ্বল করে তোলে
প্রাইমার দেওয়ার পর চোখের উপর অংশে হালকা আইশ্যাডো লাগান। হালকা খয়েরি রঙের আইশ্যাডো দিতে পারেন। বেশি গাঢ় রঙের শ্যাডো ব্যবহার করবেন না
আইশ্যাডো লাগানোর পর আঙুল অথবা ব্রাশ দিয়ে সেটা ভাল করে চোখের চারদিকে ঘষে মিলিয়ে দিন। যেন ত্বকের রঙের সঙ্গে সেটা ভালভাবে মিশে যায়
এবার চোখে আই-লাইনার লাগান। হালকা রঙের আইশ্যাডোর মধ্যে গাঢ় আই-লাইনার আপনার চোখ স্মোকি ও আকর্ষণীয় করে তুলবে
আই-লাইনার লাগানোর পর এবার চোখের পাতায় মাসকারা লাগান। একেবারে চোখের পাতার গোড়া থেকে বাইরের দিকে ব্রাশ টানুন। তবে চোখের পাতার বাইরে ত্বকে যেন মাসকারা না লাগে
চোখের পাতার উপরের দিকে দু-বার ব্রাশ ঘষে গাঢ় এবং নীচের দিকে একবার, হালকা মাসকারা লাগান। তাহলেই আপনার চোখ হয়ে উঠবে উজ্জ্বল ও আকর্ষণীয়