Durga Puja Rituals: দুর্গাপুজোর মাসখানেক আগেই শুরু করুন এই কাজ, তবেই বজায় থাকবে শুভ শক্তি

Durga Puja 2025 Celebrations: দুর্গাপুজো কেবল একটি উৎসব নয়। এই সময় চলে দেবীপক্ষ। দেবী আদিশক্তি মহামায়ার প্রভাবে চারিদিকে বিরাজমান হয় শুভশক্তি। পুজোর একমাস আগে থেকেই বাংলার ঘরে ঘরে যেন এক বিশেষ আবহ তৈরি হয়। এই সময় বাড়িতে শুভ শক্তি বজায় রাখতে হলে মেনে চলা প্রয়োজন কিছু নিয়ম। কী করবেন?

Aug 21, 2025 | 5:38 PM

1 / 9
দুর্গাপুজো

দুর্গাপুজো

2 / 9
ঘর পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা - দুর্গাপুজোর আগে ঘরদোর পরিষ্কার করা এক দীর্ঘকালীন প্রথা। বিশ্বাস করা হয়, অশুভ শক্তি ও স্থবিরতা ঘরে জমে থাকে ধুলো, জঞ্জাল ও অস্বচ্ছতায়। তাই পুজোর আগে ঝাড়পোঁছ, অব্যবহৃত জিনিসপত্র দান করা এবং ঘরে হাওয়া-আলো থাকলে শুভ শক্তি বজায় থাকে।

ঘর পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা - দুর্গাপুজোর আগে ঘরদোর পরিষ্কার করা এক দীর্ঘকালীন প্রথা। বিশ্বাস করা হয়, অশুভ শক্তি ও স্থবিরতা ঘরে জমে থাকে ধুলো, জঞ্জাল ও অস্বচ্ছতায়। তাই পুজোর আগে ঝাড়পোঁছ, অব্যবহৃত জিনিসপত্র দান করা এবং ঘরে হাওয়া-আলো থাকলে শুভ শক্তি বজায় থাকে।

3 / 9
প্রদীপ ও ধূপ জ্বালানো - প্রতিদিন সকালে ও সন্ধ্যায় প্রদীপ জ্বালানো এবং ধূপ বা আগরবাতি ব্যবহার করা ঘরে পবিত্রতা আনে। আলোকে শক্তির প্রতীক ধরা হয়, আর সুগন্ধি ধোঁয়া পরিবেশকে অশুভ শক্তি থেকে রক্ষা করে।

প্রদীপ ও ধূপ জ্বালানো - প্রতিদিন সকালে ও সন্ধ্যায় প্রদীপ জ্বালানো এবং ধূপ বা আগরবাতি ব্যবহার করা ঘরে পবিত্রতা আনে। আলোকে শক্তির প্রতীক ধরা হয়, আর সুগন্ধি ধোঁয়া পরিবেশকে অশুভ শক্তি থেকে রক্ষা করে।

4 / 9
ভগবতী দুর্গার নামস্মরণ ও পাঠ - এই সময়ে নিয়মিত চণ্ডীপাঠ, দুর্গা স্তোত্র বা দেবী মহাত্ম্যম পাঠ করা অত্যন্ত শুভ। সময় না পেলে অন্তত প্রতিদিন সকালে 'ইয়া দেবী সর্বভূতেষু' স্তোত্র উচ্চারণ করলে ঘরে ইতিবাচক শক্তির বিকিরণ ঘটে।

ভগবতী দুর্গার নামস্মরণ ও পাঠ - এই সময়ে নিয়মিত চণ্ডীপাঠ, দুর্গা স্তোত্র বা দেবী মহাত্ম্যম পাঠ করা অত্যন্ত শুভ। সময় না পেলে অন্তত প্রতিদিন সকালে 'ইয়া দেবী সর্বভূতেষু' স্তোত্র উচ্চারণ করলে ঘরে ইতিবাচক শক্তির বিকিরণ ঘটে।

5 / 9
তুলসী পূজা - বাড়িতে তুলসী গাছ থাকলে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। এছাড়া মানি প্ল্যান্ট, অশোক, বা শ্বেতপুষ্পী গাছও ইতিবাচক শক্তি টানে বলে বিশ্বাস করা হয়।

তুলসী পূজা - বাড়িতে তুলসী গাছ থাকলে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। এছাড়া মানি প্ল্যান্ট, অশোক, বা শ্বেতপুষ্পী গাছও ইতিবাচক শক্তি টানে বলে বিশ্বাস করা হয়।

6 / 9
সৎচিন্তা ও দান-ধ্যান - দুর্গাপুজোর আগে আত্মশুদ্ধির চর্চা করা জরুরি। অযথা রাগ-ক্ষোভ এড়িয়ে চলা, দরিদ্রদের সাহায্য করা, অন্নদান বা বস্ত্রদান করলে ঘরে দেবীর কৃপা বজায় থাকে।

সৎচিন্তা ও দান-ধ্যান - দুর্গাপুজোর আগে আত্মশুদ্ধির চর্চা করা জরুরি। অযথা রাগ-ক্ষোভ এড়িয়ে চলা, দরিদ্রদের সাহায্য করা, অন্নদান বা বস্ত্রদান করলে ঘরে দেবীর কৃপা বজায় থাকে।

7 / 9
ঘরের রঙ - ঘরে উজ্জ্বল ও পরিষ্কার রঙের ব্যবহার শুভ শক্তি ধরে রাখে। বিশেষত লাল, হলুদ ও সাদা রঙ দেবীর প্রিয়। এছাড়া আলোকসজ্জা বা প্রদীপসজ্জা ঘরকে পবিত্র ও আনন্দময় করে তোলে।

ঘরের রঙ - ঘরে উজ্জ্বল ও পরিষ্কার রঙের ব্যবহার শুভ শক্তি ধরে রাখে। বিশেষত লাল, হলুদ ও সাদা রঙ দেবীর প্রিয়। এছাড়া আলোকসজ্জা বা প্রদীপসজ্জা ঘরকে পবিত্র ও আনন্দময় করে তোলে।

8 / 9
দেবীকে ভোগ নিবেদন করুন - সপ্তাহে অন্তত একদিন দেবীর উদ্দেশে ভোগ নিবেদন করলে পারিবারিক সমৃদ্ধি বৃদ্ধি পায়। ফল, মিষ্টি বা অন্নভোগ হতে পারে, মূল বিষয় হল ভক্তিভাব।

দেবীকে ভোগ নিবেদন করুন - সপ্তাহে অন্তত একদিন দেবীর উদ্দেশে ভোগ নিবেদন করলে পারিবারিক সমৃদ্ধি বৃদ্ধি পায়। ফল, মিষ্টি বা অন্নভোগ হতে পারে, মূল বিষয় হল ভক্তিভাব।

9 / 9
দুর্গাপুজোর একমাসে ঘরে শুভশক্তি বজায় রাখতে প্রয়োজন পরিচ্ছন্নতা, ভক্তি ও সৎকর্ম। ছোট ছোট নিয়মিত অভ্যাস যেমন প্রদীপ জ্বালানো, স্তোত্রপাঠ, দান এবং সুস্থ চিন্তাভাবনা—এসবই ঘরে দেবীর শক্তিকে আহ্বান করে।  (সব ছবি - Tv9 Bangla and istock)

দুর্গাপুজোর একমাসে ঘরে শুভশক্তি বজায় রাখতে প্রয়োজন পরিচ্ছন্নতা, ভক্তি ও সৎকর্ম। ছোট ছোট নিয়মিত অভ্যাস যেমন প্রদীপ জ্বালানো, স্তোত্রপাঠ, দান এবং সুস্থ চিন্তাভাবনা—এসবই ঘরে দেবীর শক্তিকে আহ্বান করে। (সব ছবি - Tv9 Bangla and istock)