
গরমকালে অনেকেই খুব ঘামেন। তার জন্য একদিকে গায়ে গন্ধ হয় যেমন, তেমনই চুলেও এর প্রভাব পড়ে। গরমে অনেকের চুলে নানা সমস্যা হয়। (Pic- Getty Images)

গরমে ঘাম বেশি হলে তুলে এবং মাথার তালুতে তা জমে যায়। যার ফলে মাথার তালুকে চুলকানি হতে পারে। এখানেই শেষ নয়, চুল চিটচিটে হয়ে যায়।(Pic- Getty Images)

ঘাম চুলে ও মাথাতে বসে গেলে দুর্গন্ধও বেরোয়। চুলে জট লাগে। এই সকল সমস্যা থেকে নিস্তার পেতে গরমকালে চুলের বিশেষ যত্ন প্রয়োজন।(Pic- Getty Images)

সকলের পক্ষে সময় বের করে পার্লার বা স্যালোঁতে যাওয়া তো সম্ভব হয় না। ফলে বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়েই গরমে চুলের চর্চা করা যায়। (Pic- Getty Images)

যারা গরমে রোজ বাড়ির বাইরে বেরোন, তারা প্রতিদিন চুলে শ্যাম্পু করতে পারেন। তা হলে চুল পরিষ্কার থাকবে। চেষ্টা করতে হবে কেমিক্যাল ছাড়া শ্যাম্পু ব্যবহার করতে।(Pic- Getty Images)

যাদের চুল এবং স্ক্যাল্প খুব তেলতেলে অর্থাৎ চিটচিটে, তারা গরমে চুলে বেশি তেল দেবেন না। এমনটা করলে স্ক্যাল্প ক্ষতিগ্রস্ত হয়। (Pic- Getty Images)

বরাবর বলা হয় শ্যাম্পুর পর চুলে কন্ডিশনার দেওয়ার কথা। কিন্তু গরমে শ্যাম্পু করার পর চুলে প্রতিদিন কন্ডিশনার না দিলেও চলে। (Pic- Getty Images)

গরমকালে চুল উজ্জ্বল ও নরম রাখার জন্য সপ্তাহে এক-দুই বার হেয়ার স্ক্রাব বা হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। সম্ভব হলে গরমে দিনে অন্তত ২ বার স্নান করা ভালো। (Pic- Getty Images)