
ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং প্রথম উপরাষ্ট্রপতি ড: সর্বোপল্লি রাধাকৃষ্ণন, তাঁর জন্মদিন ৫ সেপ্টেম্বর। এই দিনটির আরেকটি বিশেষ গুরুত্ব রয়েছে। তা হল গোটা ভারত জুড়ে এই দিন পালিত হয় শিক্ষক দিবস। বাবা-মায়ের পরে একটি শিশুকে গড়ে পিঠে মানুষ করে তোলার নেপথ্যে যার সর্বাধিক হাত থাকে তাঁরা হলেন আমাদের শিক্ষক-শিক্ষিকা। তাঁদের সম্মান জানাতেই স্কুলে বা গৃহশিক্ষকের জন্য বিশেষ আয়োজন করে পড়ূয়ারা। কিন্তু এই দিন পছন্দের শিক্ষক বা শিক্ষিকাকে কী উপহার দেবেন? সেটা ভেবে দেখেছেন? কোনও পড়ুয়ার পক্ষেই বিশাল ব্যয়বহুল দামী উপহার দেওয়া সম্ভব নয়। এই বিশেষ দিনের উপহার বস্তুগত নয় বরং শিক্ষকের প্রতি আবেগ ও সম্মানের প্রকাশ। রইল শিক্ষকের দিবসে কী উপহার দেবেন তার টিপস।

হাতের লেখা চিঠি বা কার্ড - আজকের ডিজিটাল যুগে হাতে লেখা চিঠি পাওয়া একেবারেই বিরল ঘটনা। প্রিয় শিক্ষকের উদ্দেশ্যে আপনার কৃতজ্ঞতা, স্মৃতি আর ভালোবাসা লিখে দিলে তা তাঁর মনে দীর্ঘদিন রয়ে যাবে। সুন্দর একটি শুভেচ্ছা কার্ডও এর সঙ্গে জুড়ে দিতে পারেন। এটি হবে ব্যক্তিগত এবং হৃদয়ছোঁয়া উপহার।

প্রিয় বই - শিক্ষক-শিক্ষিকারা বইপ্রেমী হন। তাঁদের বিষয়ভিত্তিক বা পছন্দের কোনও সাহিত্য, কবিতা কিংবা জীবনীমূলক বই উপহার দিতে পারেন। এতে জ্ঞানার্জনের আনন্দের পাশাপাশি আপনাকে সবসময় মনে করিয়ে দেবে সেই বই। যদি শিক্ষকের পছন্দ সম্পর্কে জানেন, তবে সেভাবেই বই নির্বাচন করুন।

ডেস্ক ডেকর বা পেন স্ট্যান্ড - অফিস টেবিল বা পড়ার ঘরে ব্যবহারের মতো সুন্দর ডেস্ক ডেকর, পেন স্ট্যান্ড বা অর্গানাইজার উপহার দেওয়া যেতে পারে। এতে তাঁদের কাজ আরও সুশৃঙ্খল হবে এবং প্রতিদিন ব্যবহার করার সময় আপনার দেওয়া উপহার তাঁদের নজরে পড়বে।

গাছের টব (ইনডোর প্ল্যান্ট) - একটি সবুজ ইনডোর প্ল্যান্ট যেমন মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট বা পিস লিলি শুধু ঘর সাজাবে না, বরং বাতাসও বিশুদ্ধ করবে। এটি পরিবেশবান্ধব উপহার হিসেবে শিক্ষক দিবসে বিশেষভাবে উপযুক্ত। গাছ যত বড় হবে, ততই শিক্ষক-শিক্ষিকার সঙ্গে আপনার সম্পর্কের প্রতীক হয়ে উঠবে।

কাস্টমাইজড উপহার - আজকাল বিভিন্ন অনলাইন বা অফলাইন দোকানে কাস্টমাইজড মগ, কুশন, নোটবুক কিংবা ফটোফ্রেম তৈরি করানো যায়। শিক্ষকের নাম বা কোনো প্রেরণাদায়ক উক্তি ছাপিয়ে দেওয়া হলে তা একেবারেই ব্যক্তিগত ও ব্যতিক্রমী উপহার হয়ে ওঠে।

শিক্ষামূলক সরঞ্জাম - শিক্ষকরা প্রায়ই মার্কার, বোর্ড পেন, ফাইল বা স্টেশনারির প্রয়োজন বোধ করেন। একটি সুন্দর স্টেশনারি সেট তাঁদের কাজে লাগবে এবং তাঁরা বুঝবেন যে আপনি তাঁদের পেশাগত প্রয়োজনকেও গুরুত্ব দিয়েছেন। এই ধরনের ব্যবহারিক উপহার সবসময় মূল্যবান।

হোমমেড মিষ্টি বা খাবার - যদি রান্নায় দক্ষ হন, তবে নিজের হাতে তৈরি মিষ্টি, কেক বা কোনো বিশেষ খাবার উপহার দিতে পারেন। এতে আপনার পরিশ্রম আর আন্তরিকতা স্পষ্ট হবে। শিক্ষক-শিক্ষিকার মনে এই উপহার চিরস্থায়ী প্রভাব ফেলবে।