Rabindranath Tagore Favourite Dish: রুই মাছ দিয়ে বানিয়ে নিন রবি ঠাকুরের প্রিয় এই পদ, গরম ভাতে চেটেপুটে খাবে সকলে
Ruhi Fish Recipe of Jorasanko Thakurbari: রবীন্দ্রনাথ তথা জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে হেঁসেল। রান্না নিয়েও চর্চা হত ঠাকুরবাড়িতে। ঠাকুরবাড়ির বিভিন্ন পদ আজও বাঙালির অতি প্রিয়। ইলিশ থেকে কচু শাক নিয়ে ঠাকুরবাড়ির অসাধারণ পদের কথা তো কম-বেশি সকলেই জানেন। এমনকি পুঁটি মাছ থেকে রুই মাছ দিয়েও অতি সাধারণ অথচ সুস্বাদু পদ হত ঠাকুরবাড়িতে। রবীন্দ্রনাথের খুব প্রিয় ছিল রুই মাছের বাটি চচ্চড়ি। জেনে নিন রেসিপি।