TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
May 17, 2023 | 9:33 PM
শরীরে যেমন প্রয়োজনীয় পুষ্টি জোগায় ফল তেমনই ত্বক আর চুলের যত্নেও তা খুব ভাল কাজ করে। এক একটি ফলের থাকে এক একরকম গুণ।
ফলের সঙ্গে সামান্য কিছু উপাদান মিশিয়েই বানিয়ে নেওয়া যায় হেয়ার মাস্ক। এই মাস্ক চুলের যত্নে প্রচুর ভূমিকা রাখে।
নিয়মিত ভাবে এই সব মাস্ক ব্যবহার করলে চুল পড়া অনেক কমে যাবে। গরমে চুল রুক্ষ্ম, প্রাণহীন হয়ে যায়। সেই সমস্যা থেকেও মিলবে রেহাই।
পাকা কলা, মধু একসঙ্গে খুব ভাল করে মিশিয়ে নিন। কলার মধ্যে থাকে প্রয়োজনীয় মিনারেল, ভিটামিন এ, বি, সি। এই মাস্ক চুলে লাগিয়ে ৪৫ মিনিট রাখুন। এরপর ভাল করে শ্যাম্পু করে নিন।
তরমুজ আর পাকা পেঁপের মাস্কও চুলের জন্য খুব ভাল। পেঁপের মধ্যে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। পেঁপে আর তরমুজ একসঙ্গে মিশিয়ে চুলে লাগান। এতে চুলের শাইনিং ভাব বজায় থাকবে।
কয়েক টুকরো আপেল নিয়ে খুব ভাল করে তার পেস্ট বানিয়ে নিন। এবার ওর সঙ্গে একটু মধু মিশিয়ে নিন। ১৫ মিনিট এই মাস্ক চুলে লাগিয়ে রাখুন। শুকনো হয়ে গেলে ভাল করে শ্যাম্পু করে নিন।
পাকা কলা, নারকেলের মালাই একসঙ্গে খুব ভাল করে পেস্ট করে নিন। চুলের রুক্ষভাব কাটাতে এই প্যাক খুব ভাল কাজ করে। ৩০ মিনিট এই প্যাক লাগিয়ে রেখে তারপর শ্যাম্পু করে নিন।
নারকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে ম্যাসাজ করে নিন। এতে খুসকির সমস্যা দূর হয়। কোনও ব্যাকটেরিয়া ঘটিত ইনফেকশন হলে সেখান থেকেও মুক্তি মেলে এই তেলের গুণেই।