TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Jul 18, 2023 | 4:17 PM
ব্ল্যাক হেডস আসলে ব্রণের মাঝামাঝি ধরনের জিনিস, যা বাতাসের সাথে অক্সিডায়েস হয়ে কালো বর্ণ ধারন করে।
শরীরে হরমোন পরিবর্তন এবং অতিরিক্ত প্রসাধনী ব্যবহারের কারণে ব্ল্যাক হেডসের সমস্যা হতে পারে। এই ব্ল্যাক হেডস তুলে ফেলা খুবই কঠিন
ইষদুষ্ণ জলে তোয়ালে ভিজিয়ে নাকের উপর স্টিম নিন। এতে লোমকূপের গোড়া নরম হয়ে ভেতর থেকে ময়লা বেরিয়ে আসবে।
টুথপেস্ট, একটু নুন, চিনি ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার যেকানে ব্ল্যাক হেডস আছে সেই জায়গায় লাগিয়ে নিয়ে ৫ মিনিট অপেক্ষা করতে হবে।
এবার তা শুকিয়ে এলে হাত জলে ভিজিয়ে ওই জায়গাগুলো ভাল করে ঘষতে থাকুন। ভিজে কাপড় দিয়ে ঘষলেই সব উঠে আসতে থাকবে।
এতে মুখে কোনও জ্বালা পোড়া ভাব থাকবে না। বরং মুখ একদম ভিতর থেকে পরিষ্কার হবে। টুথপেস্ট থাকায় ডিপক্লিনিং ও হয়ে যায়।
এবার একটু নারকেল তেল দিয়ে নাকের চারপাশে ম্যাসাজ করে নিন। এতে স্কিন ড্যামেজ হবে না। সপ্তাহে তিনদিন এই টোটকা ব্যবহার করলে ভীষণ ভাল কাজ হবে।