Perfumes: নিজের হাতে বানানো সুগন্ধীতেই মাত করে দিন সকলকে, দেখে নিন স্টেপ বাই স্টেপ পদ্ধতি
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Jun 01, 2023 | 5:09 PM
Easiest Way To Make Perfume: এছাড়াও ফুলের ক্ষেত্রে প্রত্যেকের নিজস্ব কিছু পছন্দ থাকে। কেউ ভালবাসেন গোলাপ, কেউ জুঁই, কেউ কাঠচম্পা, কেউ ল্যাভেন্ডার, কেউ চেরি ব্লসম।
1 / 8
প্রত্যেক মাছুষের নিজস্ব কিছু পছন্দ থাকে। আর তার প্রভাব পড়ে গন্ধেও। এই গন্ধবিচারের সঙ্গে মিল থাকে মানুষের প্রকৃতিরও। কেউ ভালবাসেন হালকা গন্ধ কেউ আবার উগ্র।
2 / 8
বাজার চলতি যে সব পারফিউম পাওয়া যায় তার অধিকাংশের মধ্যেই সিন্থেটিকের ভাগ থাকে বেশি। থাকে অন্যান্য রাসায়নিকও। যা আমাদের ত্বকের জন্য একেবারে ভাল নয়। সঙ্গে ত্বকে র্যাশ বেরনোর মত সমস্যাও হতে পারে।
3 / 8
বাড়িতে এই সব রাসায়নিক ছাড়াই বানিয়ে নিতে পারবেন পারফিউম। পাবেন মন মাতানো সুগন্ধও। আর নিজের সিগনেচার স্টাইলে পারফিউম বানিয়ে নিতে কে আর না চায়
4 / 8
অনলাইনে এখন সবই পাওয়া যায়। অর্গ্যানিক কিছু সুগন্ধ কিনে নিন অনলাইন থেকে। পছন্দের কিছু অয়েল কিনে রাখুন। এর সঙ্গে জেসমিন অ্যাবসলিউট, ভ্যানিলা অ্যাবসলিউট এসবও কিনে রাখুন।
5 / 8
গোলাপ, চন্দনের বেশ কিছু রকমফের রয়েছে। যে রকম গন্ধ পছন্দ সেই রকম দামেও পেয়ে যাবেন। এক্ষেত্রে কমদামি জিনিস কিনলে ঠকে যাওয়ার সম্ভাবনাই সবচাইতে বেশি।
6 / 8
এসেনশিয়াল অয়েলের সঙ্গে আমন্ড অয়েল, জোজোবা, হোহোবা অয়েল মেশানো হয় পারফিউম অয়েল তৈরির জন্য।
7 / 8
একটি টেস্টটিউবে ১০ ফোঁটা স্যান্ডলউড অয়েল, ১৫ ফোঁটা হোয়াইট মাস্ক একসঙ্গে মিশিয়ে ঝাঁকিয়ে নিন। এবার পছন্দের ফুলের গন্ধ ৮ থেকে ১০ ফোঁটা মিশিয়ে নিন। এরপর ১৫ মিলি পারফিউমার্স অ্যালকোহল মিশিয়ে নিন।
8 / 8
কাঁচের জারে ভরে পুরো মিশ্রণটি ভাল করে ঝাঁকিয়ে নিতে হবে। এবার ওই জার অন্ধকার ঘরে ৪৮ ঘণ্টা রেখে দিন। একটা মসলিন কাপড়ে পুরোটা ছেঁকে নিয়ে ব্লেন্ড করে রাখুন। কাঁচের পারফিউম কন্টেনারে ভরে দিলেই তৈরি পারফিউম।