Beta Carotene For Hair: পুষ্টিতে ঠাসা এই ৩ খাবার খেলে আর চুল ঝরবে না, কোমর ছাড়াবে বিনুনি
megha |
Jun 27, 2024 | 3:27 PM
Beta Carotene Food For Hair Growth: শুধু শ্যাম্পু, কন্ডিশনার মেখে চুলকে ভাল রাখা যায় না। শ্যাম্পু শুধু চুল ও স্ক্যাল্প থেকে ময়লা পরিষ্কার করে। চুলকে পুষ্টি জোগায় না। চুলের স্বাস্থ্য উন্নত করে একমাত্র খাবার। দেহে পুষ্টির ঘাটতি থাকলে চুল পড়ার সমস্যাকে কোনওদিনও বন্ধ করতে পারবেন না।
1 / 8
শুধু শ্যাম্পু, কন্ডিশনার মেখে চুলকে ভাল রাখা যায় না। শ্যাম্পু শুধু চুল ও স্ক্যাল্প থেকে ময়লা পরিষ্কার করে। চুলকে পুষ্টি জোগায় না। চুলের স্বাস্থ্য উন্নত করে একমাত্র খাবার।
2 / 8
পুষ্টিকর খাবার শুধু মাত্র শরীরের যত্ন নেয়, তা নয়। কমায় চুলের সমস্যা। দেহে পুষ্টির ঘাটতি থাকলে চুল পড়ার সমস্যাকে কোনওদিনও বন্ধ করতে পারবেন না।
3 / 8
চুলের যত্নে বিশেষ ভূমিকা পালন করে ভিটামিন বি, ই, বায়োটিন, আয়রনের মতো পুষ্টি। সবচেয়ে বেশি উপযোগী হল বায়োটিন। তবে, যে পুষ্টির কথা এড়িয়ে প্রায় সকলেই এড়িয়ে যান তা হল বিটা-ক্যারোটিন।
4 / 8
বিটা-ক্যারোটিন চুলের যত্নে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ভিটামিন এ থেকে এই পুষ্টি পাওয়া যায়। চুলের স্বাস্থ্য উন্নত করার পাশাপাশি দৃষ্টিশক্তি ও ত্বকের স্বাস্থ্যও উন্নত করে।
5 / 8
চুলের বৃদ্ধি এবং চুলের সমস্যা কমাতে সাহায্য করে বিটা-ক্যারোটিন। এই পুষ্টি স্ক্যাল্পের সিবাম উৎপাদন নিয়ন্ত্রণে করে। এতে স্ক্যাল্পের সমস্যাও এড়ানো যায়।
6 / 8
বিটা ক্যারোটিনে সমৃদ্ধ হল মিষ্টি আলু বা রাঙা আলু। এই সবজি বিটা ক্যারোটিনের পাশাপাশি আয়রন ও ভিটামিন সি-তে ভরপুর। দেহের অক্সিটেডিভ স্ট্রেস কমিয়ে স্ক্যাল্প ও চুলের স্বাস্থ্য বজায় রাখে রাঙা আলু।
7 / 8
বেলপেপার ও ক্যাপসিকামের মধ্যে বিটা ক্যারোটিন ও ভিটামিন সি পাওয়া যায়। এটি স্ক্যাল্পে কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে, যার জেরে চুল পড়া, চুলের অকালপক্কতা এড়ানো যায়।
8 / 8
গাজরের মধ্যেও পাওয়া যায় বিটা ক্যারোটিন। চুলের জন্য গাজর খেলে স্ক্যাল্পের সমস্যাও এড়াতে পারবেন। গাজর খেলে চুলের দ্রুত বৃদ্ধি ঘটে। এড়ানো যায় চুল পড়ার সমস্যা।