
ত্বকের খেয়াল রাখতে গেলে প্রসাধনী পণ্য ব্যবহার করতেই হবে। ফেসওয়াশ থেকে নাইটক্রিম—এমন অনেক পণ্যেরই প্রয়োজন পড়ে রোজের স্কিন কেয়ার রুটিনে।

ময়েশ্চারাইজার, সিরামের পাশাপাশি লিপস্টিক, ফাউন্ডেশনও ব্যবহার করা হয়। কিন্তু এসব প্রসাধনী সংরক্ষণের সঠিক উপায় জানেন কি?

সঠিকভাবে প্রসাধনী সংরক্ষণ না করলে সময়ের আগেই তার মেয়াদ ফুরিয়ে যায়। এমন বেশ কিছু প্রসাধনী রয়েছে, যেগুলো ফ্রিজে সংরক্ষণ করতে হয়। সেগুলোই কী-কী, দেখে নিন।

নিয়ম করে ত্বকের খেয়াল রাখতে গেলে টোনারের সাহায্য নিতে হয়। কিন্তু টোনার ফ্রিজে রাখেন না অনেকেই। টোনার ফ্রিজে রাখুন। ঠান্ডা টোনার মুখে স্প্রে করতে সতেজতা আসবে এবং প্রসাধনী দীর্ঘদিন পর্যন্ত ভাল থাকবে।

যে কোনও ধরনের ময়েশ্চারাইজার ফ্রিজে সংরক্ষণ করুন। নাইটক্রিম হোক বা আইক্রিম, ফ্রিজে রাখলে তার মেয়াদ বেড়ে যায়। পাশাপাশি ফ্রিজ থেকে ক্রিম বের করে মাখলে মুখে আরাম পাওয়া যায়।

ছোটখাটো কাটা বা ত্বকের আর্দ্রতা বজায় রাখা, অ্যালোভেরার উপকারিতা গুণে শেষ করা কঠিন। কিন্তু এর গুণ তখনই ভাল থাকবে তখন অ্যালোভেরা জেল ফ্রিজে রাখবেন।

ফ্রিজে থরে-থরে সাজিয়ে রাখুন আপনার লিপস্টিকের কালেকশন। অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন সেগুলো। ফ্রিজে লিপস্টিক রাখলে এর আর্দ্রভাব নষ্ট হয় না।

লিপস্টিকের মতো লিপবাম সংরক্ষণ করুন ফ্রিজে। এছাড়াও শিট মাস্ক ফ্রিজে রাখতে পারেন। এমনকী ফ্রিজে রাখা সিরাম ব্যবহার করলেও উপকার পাবেন। ত্বক ভাল থাকবে।