Mind of Yogi: যোগীর মতো মন আপনার? এই ৬ লক্ষণ দেখে বুঝে নিন
পৃথিবীতে দুধরনের মানুষ রয়েছে। এক দল মানুষের মন যেন পাখির মতো উড়ে বেড়াচ্ছে। কিছুতেই শান্ত হতে পারেন না তাঁরা। তাঁদের জীবন যেমন অশান্তির কুয়ো। অপর এক দল শান্ত, সৌম্য। তাঁদের মন যেন হিমশীতল। যেমন হয় যোগীদের। যোগীর মতো মন পেতে হলে এই গুণ থাকা প্রয়োজন। তা থাকলে ফুটে ওঠে এ সব লক্ষণ।
1 / 8
পৃথিবীতে দুধরনের মানুষ রয়েছে। এক দল মানুষের মন যেন পাখির মতো উড়ে বেড়াচ্ছে। কিছুতেই শান্ত হতে পারেন না তাঁরা। তাঁদের জীবন যেমন অশান্তির কুয়ো।
2 / 8
অপর এক দল শান্ত, সৌম্য। তাঁদের মন যেন হিমশীতল। যেমন হয় যোগীদের। যোগীর মতো মন পেতে হলে এই গুণ থাকা প্রয়োজন। তা থাকলে ফুটে ওঠে এ সব লক্ষণ।
3 / 8
যোগীদের মন হয় শান্ত। তাঁদের হৃদয়ে চঞ্চলতার স্থান থাকে না। যে কোনও পরিস্থিতিতে মনকে শান্ত রাখতে পারা যোগীদের গুণ। মনের এই শক্তি দিয়েই প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করেন তাঁরা।
4 / 8
এ সমাজে থেকেও পার্থিব জিনিস থেকে মনকে সরিয়ে রাখতে সক্ষম যোগীরা। পার্থিব বিষয়বস্তুর প্রতি আর পাঁচ মানুষের থেকে যোগীর দৃষ্টিভঙ্গি ভিন্ন হয়। এই পার্থিক মায়ার উপরে বিচরণ করতে পারলে তবেই যোগী মন লাভ সম্ভব।
5 / 8
হৃদয়ের কথা শুনন। যোগী যাঁরা হন, তাঁরা নিজের আত্মার বাণী শুনতে সক্ষম হন। মস্তিষ্কের থেকে হৃদয়ের কথা বেশি শোনেন তাঁরা। আপনিও যদি হৃদয়ের নির্দেশে জীবন চালাতে পারেন, তাহলে আপনার মধ্যেও রয়েছে সেই বিরল গুণ।
6 / 8
প্রকৃতির সঙ্গে যোগাযোগ এক যোগীর বড় ধর্ম। প্রাকৃতিক যা কিছু তার সঙ্গে থাকতে পারা যে কোনও মানুষের বড় ক্ষমতা। যোগীরা নিজের সাধন দ্বারা তা সহজেই অর্জন করেন।
7 / 8
যোগীদের মনে নেগেটিভ চিন্তাধারার জায়গা থাকে না। আপনিও যদি তা অভ্যাস করতে পারেন, তাহলে যোগীস্তরে উন্নীত হতে পারেন। তখন কর্মক্ষেত্র বা সম্পর্ক- যে কোনও প্রতিকূল পরিস্থিতির নেগেটিভ বিষয় জায়গা পাবে না আপনার মনে।
8 / 8
যোগীদের চূডান্ত লক্ষ্য শান্তি। মনের শান্তি। সেই লক্ষ্যে ধ্যানমগ্ন হন তাঁরা। শান্তির পবিত্রতার অনুভূতি মনকে উচ্চস্তরে উন্নীত করতে সম্ভব।