
গরম যা পড়েছে তাতে ফ্যান চালিয়েও খুব একটা লাভ হচ্ছে না। পাখার তলায় বসেও দরদর করে ঘেমে যেতে হচ্ছে। তাই এই গরমের হাত থেকে বাঁচতে অগত্যা ভরসা রাখতে হচ্ছে কুলার বা এসির উপরেই। কিন্তু সবার সেই ক্ষমতা থাকে না। এসি বা কুলার কেনা সবার সামর্থ্যের মধ্যেও পড়ে না। তাহলে উপায়?

এই প্রতিবেদনে রইল সস্তায় এই পাগল করা গরম থেকে নিষ্কৃতির উপায়। ২৫-৩০ হাজার টাকা নয়। মাত্র ২০০০ টাকা খরচ করেই কিন্তু পেতে পারেন এসির মতো ঠান্ডা ঘর। কী ভাবে জানুন।

পোর্টেবল রিচার্জেবল কুলার - পোর্টেবল রিচার্জেবল কুলারও কিন্তু আপনার ঘর ঠান্ডা করতে পারে অনায়াসে। এই এয়ার কুয়ার সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় বহনযোগ্য। সহজেই এই এয়ার কুলার যা চার্জও করা যায়। বরফ বা জল দিয়ে চালালে হার মানবে এসিও।

এই কমপ্যাক্ট সাইজের কুলারটি বহনযোগ্য। সহজে যে কোনও ঘরে বহন করতে পারবেন। কোথাও ঘুরতে গেলেও সঙ্গে নিয়ে যেতে পারবেন। দেখতেও দারুণ। সহজেই এটি অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম যেমন Amazon-Flipkart-এ পেয়ে যাবেন। Amazon-এ দাম শুরু মাত্র ৪৯৯ টাকা থেকে। তবে একটু ভাল কোয়ালিটির নিতে গেলে দাম পড়বে ১৭০০-২০০০টাকা।

মিনি পোর্টেবল এয়ার কুলার - এই কুলারে আছে ৩ স্পিড ফ্যান এবং LED লাইট। তাই এই কুলার কিনলে আপনাকে রাতে অতিরিক্ত কোনও আলো জ্বালাতে হবে না। কুলারের মৃদু আলোই যথেষ্ট হবে।

এতে একটি জলের ট্যাঙ্ক রয়েছে। একটি ফিল্টারও ইনস্টল করা রয়েছে। যার ফলে পেয়ে যাবেন শান্ত-স্নিগ্ধ অথচ পরিষ্কার, শুদ্ধ এবং ঠান্ডা বাতাস। Amazon এবং Flipkart থেকে ৮৯৯ টাকা থেকে শুরু হয় এর দাম।

VALOREX পোর্টেবল মিনি এয়ার কুলার - এই পোর্টেবল মিনি কুলারটিতে আপনি ৩টি গতি নিয়ন্ত্রণ পাবেন। এতে মিস্ট হিউমিডিফায়ারের বিকল্পও রয়েছে। এর মানে হল আপনি কেবল শীতল বাতাসই নয়, সুগন্ধি বাতাসও উপভোগ পাবেন।

অনলাইনে অফার যোগ করে মাত্র ১,৭৯৯ টাকায় পেয়ে যাবেন এই মিনি এয়ার কুলার। Amazon-Flipkart-এ অনলাইনে অনেক দারুন বিকল্প রয়েছে। সস্তাতেই ঘর থাকবে এসির মতো ঠান্ডা।