
ত্বকের পরিচর্চায় সবসময় প্রাকৃতিক উপাদানের উপর জোর দেওয়া হয়। ঘরোয়া উপায়ে ত্বকের সমস্যাকে সামাল দেওয়ার চেষ্টা করা হয়। আর এই কাজটা যুগ যুগ ধরে হয়ে আসছে।

পাকা পেঁপে থেকে টক দই সব মাখা হয় মুখে। প্রতিটা ভেষজ উপাদান ত্বকের উপর ভিন্ন উপকারিতা প্রদান করে। কিন্তু হলুদের গুণাগুণের কাছে সব কিছু ব্যর্থ। ত্বকের যত্নে সবসময় সেরা প্রভাব ফেলে হলুদ।

হলুদের মধ্যে কারকিউমিন নামের যৌগ রয়েছে, যা ত্বকের উপর অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হিসেবে কাজ করে। ত্বকের ক্ষত, দাগছোপ, র্যাশের সমস্যাকে নিমেষে দূর করে দেয় হলুদ।

হলুদের পাশাপাশি আরও একটি উপাদান রয়েছে, যা একইভাবে ত্বকের যত্ন নেয়। এটি হল টমেটো। টমেটো মুখে মাখলে দাগছোপ, অতিরিক্ত তেল সহজেই দূর করা যায়। পাশাপাশি ত্বক অনেক বেশি জেল্লাদার দেখায়।

টমেটো ও হলুদ একসঙ্গে ব্যবহার করলে ত্বকের একাধিক উপকারিতা পাওয়া যায়। এই মিশ্রণ যেমন মুখের দাগছোপ দূর করে, তেমনই ত্বকে থেকে ট্যান তুলে দেয়। পাশাপাশি ত্বকের সমস্যা কমায়।

একটা টমেটো নিয়ে মসৃণ পেস্ট বানিয়ে নিন। এতে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে দিন। এবার এই মিশ্রণটি সারা মুখে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট রাখুন। তারপর শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন।

মুখ ধোয়ার সময় হালকা হাতে মুখে মালিশ করুন। সার্কুলার মোশনে মালিশ করলে এটি ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। এতে ত্বকের উপরিতলে জমে থাকা মৃত কোষ দূর হয়ে যাবে। এতে ত্বক মোলায়েম হবে।

এছাড়া আপনি টমেটোর উপর হলুদগুঁড়ো ছড়িয়ে ত্বকের উপর ঘষতে পারেন। এতেও আপনার ত্বকের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। টমেটো ও হলুদের এই টোটকা সান ট্যান তুলতে দারুণ কার্যকর।