No Sugar Recipe: এই ভাইফোঁটায় চিনি ছাড়াই মিষ্টিমুখ করুন, ভাইয়ের জন্য বানিয়ে নিন এই ৩ পদ

TV9 Bangla Digital | Edited By: megha

Nov 11, 2023 | 1:15 PM

Sweets Recipe: ডায়াবেটিসের রোগীদের চিনিযুক্ত খাবার খাওয়া চলে না। এতে শুধু যে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাবে, তা নয়। পাশাপাশি দেহে একাধিক রোগ জাঁকিয়ে বসবে। আপনি বাড়িতে চিনি ছাড়া মিষ্টি তৈরি করতে পারেন। পাশাপাশি আপনি স্বাস্থ্যকর উপায়ে মিষ্টি বানাতে পারেন।

1 / 8
উৎসবের মরশুমে মিষ্টিমুখ হবেই। রাত পোহালেই দীপাবলি। তার কয়েকদিন পর ভাইফোঁটা। তাই ঘরে মিষ্টি মজুত রাখতেই হবে। কিন্তু ডায়াবেটিসের রোগীরা মিষ্টি মুখ করবেন কীভাবে? 

উৎসবের মরশুমে মিষ্টিমুখ হবেই। রাত পোহালেই দীপাবলি। তার কয়েকদিন পর ভাইফোঁটা। তাই ঘরে মিষ্টি মজুত রাখতেই হবে। কিন্তু ডায়াবেটিসের রোগীরা মিষ্টি মুখ করবেন কীভাবে? 

2 / 8
ডায়াবেটিসের রোগীদের চিনিযুক্ত খাবার খাওয়া চলে না। এতে শুধু যে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাবে, তা নয়। পাশাপাশি দেহে একাধিক রোগ জাঁকিয়ে বসবে। এই অবস্থায় কী খেলে মিষ্টির খাওয়ার আকাঙ্ক্ষা কমবে?

ডায়াবেটিসের রোগীদের চিনিযুক্ত খাবার খাওয়া চলে না। এতে শুধু যে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাবে, তা নয়। পাশাপাশি দেহে একাধিক রোগ জাঁকিয়ে বসবে। এই অবস্থায় কী খেলে মিষ্টির খাওয়ার আকাঙ্ক্ষা কমবে?

3 / 8
মিষ্টির দোকানে যেসব সুগার ফ্রি মিষ্টি পাওয়া যায়, তার উপর সম্পূর্ণরূপে ভরসা করা যায় না। কিন্তু আপনি বাড়িতে চিনি ছাড়া মিষ্টি তৈরি করতে পারেন। পাশাপাশি আপনি স্বাস্থ্যকর উপায়ে মিষ্টি বানাতে পারেন।

মিষ্টির দোকানে যেসব সুগার ফ্রি মিষ্টি পাওয়া যায়, তার উপর সম্পূর্ণরূপে ভরসা করা যায় না। কিন্তু আপনি বাড়িতে চিনি ছাড়া মিষ্টি তৈরি করতে পারেন। পাশাপাশি আপনি স্বাস্থ্যকর উপায়ে মিষ্টি বানাতে পারেন।

4 / 8
গুলাব জামুন হোক বা পান্তুয়া, ডায়াবেটিসের রোগীরা নিশ্চিন্তে খেতে পারবেন এই মিষ্টি। শুধু চিনির সিরাপের বদলে আপনাকে ব্যবহার করতে হবে রোজ় সিরাপ। এতে পান্তুয়া মিষ্টি না হলেও স্বাদ পাবেন।

গুলাব জামুন হোক বা পান্তুয়া, ডায়াবেটিসের রোগীরা নিশ্চিন্তে খেতে পারবেন এই মিষ্টি। শুধু চিনির সিরাপের বদলে আপনাকে ব্যবহার করতে হবে রোজ় সিরাপ। এতে পান্তুয়া মিষ্টি না হলেও স্বাদ পাবেন।

5 / 8
সমপরিমাণ ময়দা ও সুজি একসঙ্গে মিশিয়ে নিন। এতে দুধ দিয়ে ভাল করে চটকে মেখে নিন। তারপর এতে খেজুর পেস্ট করে মেখে নিন। এবার মণ্ড থেকে ছোট ছোট বল কেটে তেলে ভেজে নিন। তারপর রোজ় সিরাপে ডুবিয়ে দিলেই তৈরি গুলাব জামুন বা পান্তুয়া।

সমপরিমাণ ময়দা ও সুজি একসঙ্গে মিশিয়ে নিন। এতে দুধ দিয়ে ভাল করে চটকে মেখে নিন। তারপর এতে খেজুর পেস্ট করে মেখে নিন। এবার মণ্ড থেকে ছোট ছোট বল কেটে তেলে ভেজে নিন। তারপর রোজ় সিরাপে ডুবিয়ে দিলেই তৈরি গুলাব জামুন বা পান্তুয়া।

6 / 8
পায়েস খেতে ভালবাসেন? গরুর দুধের বদলে আমন্ড মিল্ক দিতে পায়েস বানাতে পারেন। আর চিনির বদলে গুড় ব্যবহার করুন। তার সঙ্গে কেশর ও এলাচ গুঁড়ো মিশিয়ে দিন। চাইলে আমন্ড কুচিয়েও মেশাতে পারেন। এতে পায়েসের স্বাদও হবে এবং শরীরে চিনি প্রবেশ করবে না। 

পায়েস খেতে ভালবাসেন? গরুর দুধের বদলে আমন্ড মিল্ক দিতে পায়েস বানাতে পারেন। আর চিনির বদলে গুড় ব্যবহার করুন। তার সঙ্গে কেশর ও এলাচ গুঁড়ো মিশিয়ে দিন। চাইলে আমন্ড কুচিয়েও মেশাতে পারেন। এতে পায়েসের স্বাদও হবে এবং শরীরে চিনি প্রবেশ করবে না। 

7 / 8
চাল ধুয়ে নিয়ে ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখুন। সসপ্যানে আমন্ডের দুধ গরম বসান। দুধ ফুটে উঠলে এতে চাল ঢেলে দিন। ১৫ মিনিট নেড়েচেড়ে গুড়, এলাচ গুঁড়ো, কেশর মেশান। এতে অল্প ভ্যানিলা এসেন্স মেশাতে পারেন। পায়েস ঘন হয়ে এলে উপর দিয়ে ছড়িয়ে দিন কাজু, কিশমিশ ও আমন্ডের কুচি।

চাল ধুয়ে নিয়ে ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখুন। সসপ্যানে আমন্ডের দুধ গরম বসান। দুধ ফুটে উঠলে এতে চাল ঢেলে দিন। ১৫ মিনিট নেড়েচেড়ে গুড়, এলাচ গুঁড়ো, কেশর মেশান। এতে অল্প ভ্যানিলা এসেন্স মেশাতে পারেন। পায়েস ঘন হয়ে এলে উপর দিয়ে ছড়িয়ে দিন কাজু, কিশমিশ ও আমন্ডের কুচি।

8 / 8
লাড্ডু বানাতে পারেন চিনি ছাড়া। আমন্ড, আখরোট, কাজু কুচিয়ে নিন। এতে রোস্টেড ফ্ল্যাক্স সিড, তিলের বীজও মেশাতে পারেন। এর সঙ্গে খেজুর মিশিয়ে মিক্সিতে পেস্ট করে নিন। এবার এই মিশ্রণ থেকে ছোট ছোট লেচি কেটে গোল করে নিলেই তৈরি হয়ে যাবে ড্রাই ফ্রুটসের লাড্ডু।

লাড্ডু বানাতে পারেন চিনি ছাড়া। আমন্ড, আখরোট, কাজু কুচিয়ে নিন। এতে রোস্টেড ফ্ল্যাক্স সিড, তিলের বীজও মেশাতে পারেন। এর সঙ্গে খেজুর মিশিয়ে মিক্সিতে পেস্ট করে নিন। এবার এই মিশ্রণ থেকে ছোট ছোট লেচি কেটে গোল করে নিলেই তৈরি হয়ে যাবে ড্রাই ফ্রুটসের লাড্ডু।

Next Photo Gallery