Grey Hair: একটা পাকা চুল ছিঁড়লে বাকি চুলেও কি বাড়ে ধূসরতা? জানুন আসল সত্য
TV9 Bangla Digital | Edited By: megha
Dec 20, 2023 | 3:10 PM
Grey Hair Myths: এক-দু'টো পাকা চুল দেখা দিলে, তুলে দেন? তখনই কেউ এসে আপনাকে মানা করে পাকা চুল ছিঁড়তে? অনেকেরই ধারণা, একটা পাকা চুল ছিঁড়লে, তার আশেপাশের চুল আরও ধূসর হয়ে যাবে। এটা কি সত্যি? চলুন জেনে নেওয়া যাক আসল সত্য।
1 / 8
বয়স বাড়লে মুখের চামড়া ঝুলে যায়। তার সঙ্গে মাথার চুলেও পাক ধরে। কালো চুলের মাঝে এক-দু'টো করে ধূসর চুল উঁকি দেয়। কিন্তু বার্ধক্য আসার আগেই যদি পাকা চুল বাড়ে, তখনই বিরক্তিভাবের শেষ থাকে না।
2 / 8
এক-দু'টো পাকা চুল দেখা দিলে, তুলে দেন? তখনই কেউ এসে আপনাকে মানা করে পাকা চুল ছিঁড়তে? অনেকেরই ধারণা, একটা পাকা চুল ছিঁড়লে, তার আশেপাশের চুল আরও ধূসর হয়ে যাবে। এটা ধারণা মাত্র।
3 / 8
বয়স বৃদ্ধি সঙ্গে চুলে পাক ধরা খুব সাধারণ বিষয়। কিন্তু সেগুলো তুলে ফেললে তার আশেপাশে আরও পাকা চুল গজাবে, এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। কিন্তু কম বয়সে কেন চুলে পাক ধরে এবং পাকা চুল ছিঁড়ে ফেলা কি উচিত, চলুন জেনে নেওয়া যাক।
4 / 8
স্ক্যাল্পের যে অংশ দিয়ে চুল জন্মায়, সেই ফলিকলের চারপাশে মেলানোসাইট রয়েছে, যা মেলানিন তৈরি করে। এই মেলানিন চুলকে কালো রাখতে সাহায্য করে। এই মেলানিনের পরিমাণ কমতে শুরু করলেই চুলে ধূসরতা বাড়ে।
5 / 8
একটি চুলের ফলিকল দিয়ে একটিমাত্র চুলই গজায়। সুতরাং, আপনি যদি ওই এক-দুটো পাকা চুল ছিঁড়েও ফেলেন, সেই ফলিকল দিয়ে পুনরায় ধূসর চুলই গজাবে। এতে আশেপাশে চুলে কোনও প্রভাব পড়ে না।
6 / 8
যতক্ষণ না আপনার চুলের নিজস্ব রঙ্গক কোষগুলি মারা যায়, ততক্ষণ পর্যন্ত চুল সাদা হয় না। সুতরাং, পাকা চুল গোড়া থেকে তুলে ফেলার পরও ওই ফলিকল থেকে ধূসর রঙের চুলই বেরোবে।
7 / 8
বয়সের সঙ্গে চুলে পাক ধরবে—এই প্রক্রিয়াকে আপনি কোনওভাবেই আটকাতে পারবেন না। কিন্তু সময়ের আগে চুলে পাক ধরার পিছনে মানসিক চাপ, ভুল খাদ্যাভ্যাস, রাসায়নিকের অতিরিক্ত ব্যবহার এবং জেনেটিক্সের মতো বিভিন্ন কারণ দায়ী থাকে।
8 / 8
চুলের ফলিকলে থাকা মেলানিন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেলে চুল সাদা হতে থাকে। এরপর আপনি যতই চুলের যত্ন নিন না কেন, চুলের কালো ভাব ফিরিয়ে আনা যায় না। তখন সাময়িক ভাবে চুলকে কালো করতে হেয়ার কালার বা রুট টাচ-আপের সাহায্য নিতে হয়।