
ছবি তুলতে ভালবাসেন? তাই শখ করে একটা ডিএসএলআর ক্যামেরাও কিনেছেন? কিন্তু তার যত্ন নিতে হয় কী ভাবে জানেন? এখন এমনিই বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি। ঠিক করে যত্ন না নিলে অচিরেই লেন্সে বাসা বাঁধতে পারে ফাঙ্গাস। ধুলো, বালি, জল, আর্দ্রতা কোনও ভাবেই যেন আপনার দামি ক্যামেরার ক্ষতি করতে না পারে, সে বিষয় সতর্ক থাকতে কী করবেন?

ক্যামেরা কেনার সময় যদি 'ক্যামেরা ক্লিনিং কিট' না কিনে থাকলে, এখনই কিনে ফেলুন সেই কিট। কিটের দাম খানিকটা বেশি হলেও আপনার সাধের ক্যামেরার যত্ন নিতে, কিটটি অবশ্যক।

নরম মোলায়েম ব্রাশ দিয়ে ক্যামেরার লেন্স বডি ও লেন্স গ্লাস পরিষ্কার করুন। নির্দিষ্ট সময় অন্তর এই অভ্যাস রাখুন। জুম লেন্স পরিষ্কার করার সময় সর্বোচ্চ জুমিং পজিশনে লেন্সটি নিয়ে গিয়ে তারপরে তা পরিষ্কার করুন।

ক্যামেরার ভিতরে জমে থাকা ধুলো, ময়লা পরিষ্কার করাটাও জরুরি। তবে তার জন্য 'হ্যান্ড এয়ার ব্লোয়ার' ব্যবহার করুন। এ ক্ষেত্রে 'ক্যান্ড এয়ার ব্লোয়ার ভুলেও ব্যবহার করবেন না, অতিরিক্ত চাপ ক্যামেরার ক্ষতি করতে পারে।

লেন্স গ্লাস পরিষ্কার করার জন্য 'মাইক্রোফাইবার' কাপড় ব্যবহার করতে পারেন। লেন্স গ্লাসের মাঝখান থেকে বাইরের দিকে কাপড় গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে লেন্স পরিষ্কার করুন।

লেন্স বদলানোর সময় ক্যামেরার বডির মুখ সব সময় নীচের দিকে করে বদলানো উচিত। যে লেন্সটি ব্যবহার করছেন না সেটিকে সর্বদা 'এন্ড ক্যাপ' দিয়ে কভার করে রাখুন। েতে যে ন ভুল না হয়।

অকারণে বেশিক্ষণ ক্যামেরার লেন্সের কভার খুলে রাখবেন না। কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে কভার লাগিয়ে ফেলা ভাল। এতে ক্যামেরায় ধুলোবালি কম জমবে।

ক্যামেরার স্ট্র্যাপটি যাতে সঠিক ভাবে আটকানো থাকে সে বিষয়ে অবশ্যই নজর দিতে হবে। অসাবধান হলেই কিন্তু ঘটতে পারে বিপদ।