Dating App Tips: ডেটিং অ্যাপে সঙ্গী খুঁজছেন? এই ভুল করলে কিন্তু একাই কাটবে পুজো
Dating App Tips: তাই ডেটিং অ্যাপে প্রোফাইল খুলেও লাভ হচ্ছে না। পর পর শুধুই 'রিজেকশন'। আবার হয়তো এমন ভাবে আপনার প্রোফাইলটিকে আপনি সাজিয়েছেন যে সেই কারণেই বেশি কাউকে আকর্ষণ করতে পারছেন না আপনি।
1 / 8
এমনিতে খুব বাকপটু, তবে অনলাইনে কারও সঙ্গে কথা বলতে গেলেই বার বার হোঁচট খেতে হয়। অচেনা কারও সঙ্গে কী ভাবে কথা বলবেন, কী ভাবে নিজের মনের কথা তাঁকে জানাবেন তা বুঝতে পারেন না অনেকেই।
2 / 8
তাই ডেটিং অ্যাপে প্রোফাইল খুলেও লাভ হচ্ছে না। পর পর শুধুই 'রিজেকশন'। আবার হয়তো এমন ভাবে আপনার প্রোফাইলটিকে আপনি সাজিয়েছেন যে সেই কারণেই বেশি কাউকে আকর্ষণ করতে পারছেন না আপনি।
3 / 8
দেখুন ডেটিং অ্যাপে মনের মানুষ খুঁজে পাওয়া কিন্তু একটি শিল্পের। আপনি কী ভাবে এই অ্যাপে নিজেকে প্রকাশ করছেন তার উপরে নির্ভর করে আদৌ আপনি মনের মতো সঙ্গী খুঁজে পাবেন কিনা।
4 / 8
পছন্দের মানুষটির নজরে যদি আপনার প্রোফাইলটি নাই পড়ে তা হলে আর কথাই বা হবে কী করে আর প্রেমেই বা পড়বেন কী করে? তাই সাধারণ কিছু ভুল এড়িয়ে চলুন, আর ভার্চুয়াল ওয়ার্ল্ডে খুঁজে নিন নিজের মনের সঙ্গী। রইল ৪ টিপস।
5 / 8
'প্রোফাইল পিকচার' কিন্তু খুবই গুরুতবপূর্ণ। কী ছবি ব্যবহার করছেন, সেই ব্যপারে সচেতন হওয়া প্রয়োজন। যে ছবিতে আপনি ছাড়াও আরও অনেকে রয়েছেন, এমন ছবি কখনওই 'প্রোফাইল পিকচার' করবেন না। এমন কোনও ছবি ব্যবহার করুন যা দেখলে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে একটি ধারণা তৈরি হয় আবার আপনাকে আকর্ষণীয়ও দেখায়।
6 / 8
ডেটিং অ্যাপে কারও সঙ্গে কথা বলতে শুরু করলে নিজেকে নিয়ে দম্ভ দেখাবেন না। বান্ধবীর পছন্দ-অপছন্দের বিষয়ে জানার আগ্রহ দেখান। সারা ক্ষণ নিজের সম্পর্কে বলে চললে তিনি আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারেন।
7 / 8
ডেটিং অ্যাপে আপনার কাছে জানতে চাওয়া হয় সঙ্গীর কী কী গুণ থাকা জরুরি। সে ক্ষেত্রে আপনি যদি অনেক বেশি চাহিদা জানিয়ে বসেন, তা হলে সঙ্গী খুঁজে পেতে আপনার মুশকিল হবে। তাই আপনার কাছে গুরুত্বপূর্ণ কোন বিষয়গুলি, সেটা আগে স্থির করে নিন।
8 / 8
সদ্য আলাপ হয়েছে এমন কারও সঙ্গে হালকা ঠাট্টা-তামাশা করতেই পারেন। কিন্তু তা অসম্মানজনক না হয়ে ওঠে, সেটা মাথায় রাখতে হবে। বুদ্ধিদীপ্ত কথা বলার চেষ্টা করুন। আপনার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশের উপরেই কিন্তু সবটা নির্ভর করবে। তবে এর মানে এই নয় যে, আপনি নিজের হাস্যরসকে জলাঞ্জলি দেবেন। মজাদার কথা বললেও তাতে যেন বুদ্ধিমত্তার ছাপ থাকে।