Dark Neck and Elbow: ঘাড়ে-কনুইয়ে বিশ্রী কালো দাগ! কী করলে ৭ দিনে উঠবে?

Jul 20, 2024 | 5:21 PM

কারও কারও কনুইয়ের পাশাপাশি ঘাড়েও পড়ে কালো ছোপ। দেহের অন্য অংশের থেকে বিচ্ছিরি দেখতে লাগে তা। কিন্তু খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

1 / 8
কনুইয়ে দেহের এমন একটি অংশ যেখানে ঘষা লাগে বেশি। যার জেরে কনুইয়ের ত্বক খসখসে হয়ে যায়।

কনুইয়ে দেহের এমন একটি অংশ যেখানে ঘষা লাগে বেশি। যার জেরে কনুইয়ের ত্বক খসখসে হয়ে যায়।

2 / 8
কারও কারও কনুইয়ের পাশাপাশি ঘাড়েও পড়ে কালো ছোপ। দেহের অন্য অংশের থেকে বিচ্ছিরি দেখতে লাগে তা।

কারও কারও কনুইয়ের পাশাপাশি ঘাড়েও পড়ে কালো ছোপ। দেহের অন্য অংশের থেকে বিচ্ছিরি দেখতে লাগে তা।

3 / 8
কিন্তু খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ঘরোয়া কিছু পদ্ধতি মানলে এক সপ্তাহে কনুইয়ের কালো দাগ উঠে যাবে।

কিন্তু খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ঘরোয়া কিছু পদ্ধতি মানলে এক সপ্তাহে কনুইয়ের কালো দাগ উঠে যাবে।

4 / 8
কনুই, ঘাড়ের কালো ছোপ তুলতে দারুণ কার্যকর হতে পারে দুধ। দুধকে কাজে লাগিয়েই করতে পারেন মুশকিল আসান।

কনুই, ঘাড়ের কালো ছোপ তুলতে দারুণ কার্যকর হতে পারে দুধ। দুধকে কাজে লাগিয়েই করতে পারেন মুশকিল আসান।

5 / 8
দুধ ফুটিয়ে তা থেকে তুলে নিন সর। দুধের সরে মেশান পেস্তা বাদামের তেল এবং গ্লিসারিন। এবার ভালো করে ঘেঁটে মিশ্রণ তৈরি করুন।

দুধ ফুটিয়ে তা থেকে তুলে নিন সর। দুধের সরে মেশান পেস্তা বাদামের তেল এবং গ্লিসারিন। এবার ভালো করে ঘেঁটে মিশ্রণ তৈরি করুন।

6 / 8
রোজ এই মিশ্রণ কনুই এবং ঘাড়ে লাগান। লাগিয়ে ভালো করে মালিশ করুন। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

রোজ এই মিশ্রণ কনুই এবং ঘাড়ে লাগান। লাগিয়ে ভালো করে মালিশ করুন। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

7 / 8
দুধ, মধু এবং লেবু দিয়ে মিশ্রণ তৈরি করেও মাখতে পারেন। তাতেও কাজ হবে ভালো।

দুধ, মধু এবং লেবু দিয়ে মিশ্রণ তৈরি করেও মাখতে পারেন। তাতেও কাজ হবে ভালো।

8 / 8
আবার দুধ এবং ওটস দিয়ে কনুই এবং ঘাড়ের স্ক্র্যাব করলেও ভালো ফল পাবেন। মাত্র সাত দিনেই আপনি পরিবর্তন বুঝতে পারবেন।

আবার দুধ এবং ওটস দিয়ে কনুই এবং ঘাড়ের স্ক্র্যাব করলেও ভালো ফল পাবেন। মাত্র সাত দিনেই আপনি পরিবর্তন বুঝতে পারবেন।

Next Photo Gallery