Homemade Hair Gel: চুলে হাত দিলেই শুষ্কভাব টের পাচ্ছেন? প্রতিবার শ্যাম্পুর পর এই হেয়ার জেল মাখুন

TV9 Bangla Digital | Edited By: megha

Nov 18, 2023 | 1:58 PM

Winter Hair Care: শীতকালে যেহেতু উড়ো চুল বা ফ্রিজি হেয়ারের সমস্যা বাড়ে, তাই হেয়ার জেল এই মরশুমে কাজে আসবে। হেয়ার জেল আপনাকে নিমেষের মধ্যে মসৃণ চুল এনে দিতে পারে। তাৎক্ষণিক ভাবে চুলের জেল্লা ফেরাতে কাজে আসতে পারে হোমমেড হেয়ার জেল।

1 / 8
শীতকালে চুলের বাড়তি যত্ন নিতে হয়। শুষ্ক আবহাওয়া ও দূষণের জেরে এই মরশুমে চুল নিস্তেজ হয়ে পড়ে। চুলের আর্দ্রতা হারিয়ে যায়। তার সঙ্গে জাঁকিয়ে বসে খুশকির সমস্যা। এই অবস্থায় চুলের কোমলতা ধরে রাখা জরুরি। 

শীতকালে চুলের বাড়তি যত্ন নিতে হয়। শুষ্ক আবহাওয়া ও দূষণের জেরে এই মরশুমে চুল নিস্তেজ হয়ে পড়ে। চুলের আর্দ্রতা হারিয়ে যায়। তার সঙ্গে জাঁকিয়ে বসে খুশকির সমস্যা। এই অবস্থায় চুলের কোমলতা ধরে রাখা জরুরি। 

2 / 8
সারা সপ্তাহের ব্যস্ততার মাঝে চুলের যত্ন নেওয়ার সময় পাওয়া যায়। উইকএন্ডই পড়ে থাকে ধৈর্যের সঙ্গে শ্যাম্পু করার জন্য। কিন্তু তেল মালিশ বা শ্যাম্পু-কন্ডিশনার ব্যবহারের পরও চুলে মসৃণতা তৈরি হয় না।

সারা সপ্তাহের ব্যস্ততার মাঝে চুলের যত্ন নেওয়ার সময় পাওয়া যায়। উইকএন্ডই পড়ে থাকে ধৈর্যের সঙ্গে শ্যাম্পু করার জন্য। কিন্তু তেল মালিশ বা শ্যাম্পু-কন্ডিশনার ব্যবহারের পরও চুলে মসৃণতা তৈরি হয় না।

3 / 8
প্রতিমাসে চুলে স্পা করলে তবেই হারানো আর্দ্রতা ফিরে পাওয়া যায়। কিন্তু স্পা করানো সবসময় সম্ভব হয় না। এই অবস্থা তাৎক্ষণিক ভাবে চুলের জেল্লা ফেরাবেন কীভাবে? রইল সহজ টিপস।

প্রতিমাসে চুলে স্পা করলে তবেই হারানো আর্দ্রতা ফিরে পাওয়া যায়। কিন্তু স্পা করানো সবসময় সম্ভব হয় না। এই অবস্থা তাৎক্ষণিক ভাবে চুলের জেল্লা ফেরাবেন কীভাবে? রইল সহজ টিপস।

4 / 8
শীতকালে যেহেতু উড়ো চুল বা ফ্রিজি হেয়ারের সমস্যা বাড়ে, তাই হেয়ার জেল এই মরশুমে কাজে আসবে। হেয়ার জেল আপনাকে নিমেষের মধ্যে মসৃণ চুল এনে দিতে পারে। বাড়িতে বানাতে পারেন হেয়ার জেল।

শীতকালে যেহেতু উড়ো চুল বা ফ্রিজি হেয়ারের সমস্যা বাড়ে, তাই হেয়ার জেল এই মরশুমে কাজে আসবে। হেয়ার জেল আপনাকে নিমেষের মধ্যে মসৃণ চুল এনে দিতে পারে। বাড়িতে বানাতে পারেন হেয়ার জেল।

5 / 8
একটি স্প্রে বোতলে ৪-৫ চামচ গোলাপ জল এবং ১ চামচ তাজা অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এরপর এতে ১ চামচ ভিটামিন ই অয়েল বা আমন্ড অয়েলও মেশাতে পারেন। এবার এতে ১-২ চামচ জল মেশান। তৈরি হেয়ার জেল।

একটি স্প্রে বোতলে ৪-৫ চামচ গোলাপ জল এবং ১ চামচ তাজা অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এরপর এতে ১ চামচ ভিটামিন ই অয়েল বা আমন্ড অয়েলও মেশাতে পারেন। এবার এতে ১-২ চামচ জল মেশান। তৈরি হেয়ার জেল।

6 / 8
প্রথমে শ্যাম্পু করে নিন। এরপর ভিজে চুলেই হেয়ার জেল মেখে নিন। এই জেল চুলের গোড়ায় অর্থাৎ স্ক্যাল্পে লাগাবেন না। শুধুমাত্র চুলেই মাখবেন এই হেয়ার জেল। এটি আপনার চুলে প্রাকৃতিক জেল্লা এনে দেবে।

প্রথমে শ্যাম্পু করে নিন। এরপর ভিজে চুলেই হেয়ার জেল মেখে নিন। এই জেল চুলের গোড়ায় অর্থাৎ স্ক্যাল্পে লাগাবেন না। শুধুমাত্র চুলেই মাখবেন এই হেয়ার জেল। এটি আপনার চুলে প্রাকৃতিক জেল্লা এনে দেবে।

7 / 8
অ্যালোভেরা, গোলাপ জল ও ভিটামিন ই অয়েল—এই তিন উপাদানই চুলের জন্য উপযোগী। শীতকালে এই হেয়ার জেল চুলকে নরম করে তোলে এবং ফ্রিজি হেয়ারের সমস্যা কমায়। এছাড়া খুশকির সঙ্গে লড়াই করতেও সাহায্য করে।

অ্যালোভেরা, গোলাপ জল ও ভিটামিন ই অয়েল—এই তিন উপাদানই চুলের জন্য উপযোগী। শীতকালে এই হেয়ার জেল চুলকে নরম করে তোলে এবং ফ্রিজি হেয়ারের সমস্যা কমায়। এছাড়া খুশকির সঙ্গে লড়াই করতেও সাহায্য করে।

8 / 8
এই হোমমেড হেয়ার জেল আপনি ১০-১৫ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। যখনই শ্যাম্পু করবেন, কন্ডিশনার ব্যবহারের পর এই হেয়ার জেল ব্যবহার করতে পারেন। 

এই হোমমেড হেয়ার জেল আপনি ১০-১৫ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। যখনই শ্যাম্পু করবেন, কন্ডিশনার ব্যবহারের পর এই হেয়ার জেল ব্যবহার করতে পারেন। 

Next Photo Gallery