মুখের ব্রণ, দাগছোপ নিয়ে কমবেশি সকলেই সচেতন। এসব থেকে পরিত্রাণ পাওয়ার ঘরোয়া প্রতিকার খুঁজে নেন গুগলে। এমনকি বগলের কালো ছোপের প্রতিকারও পাওয়া যায় ইন্টারনেটে। কিন্তু লজ্জায় ফেলে গোপনাঙ্গের কালো ছোপ।
পুরুষ ও মহিলাদের মধ্যে কমন সমস্যা হল গোপনাঙ্গের কালো ছোপ। কিন্তু এটা নিয়ে প্রকাশ্যে কথা বলতে চান না কেউই। আবার এই গোপনাঙ্গের কালো ছোপের কারণে শর্টস বা বিকিনি পরতেও লজ্জা পান।
ঘাম, আঁটসাঁট পোশাক এবং হরমোনজনিত কারণে গোপনাঙ্গের চারপাশে কালো ছোপ দেখা দেয়। মূলত পেলভিক এলাকা এবং উরুর দু’পাশে কালো ছোপ দেখা যায়। এই দাগছোপও ঘরোয়া উপায়ে দূর করা যায়। কীভাবে, রইল টিপস।
অ্যাপেল সাইডার ভিনিগারের অ্যাসিডিক বৈশিষ্ট্য ত্বককে ফর্সা করতে সাহায্য করে। এমনকি অ্যাপেল সাইডার ভিনিগার যোনির পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। অ্যাপেল সাইডার ভিনিগার কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েলের সঙ্গে মিশিয়ে ত্বকের উপর লাগান। কয়েক মিনিট রেখে ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন।
পাকা পেঁপের মধ্যে থাকা ভিটামিন ও মিনারেল ত্বকের দাগছোপ দূর করে এবং মসৃণ করে তোলে। পাকা পেঁপে ম্যাশ করে সরাসরি ত্বকের উপর লাগান। ২০-২৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি আপনার ত্বককে এক্সফোলিয়েট করে দাগছোপ দূর করবে।
গোপনাঙ্গের চারপাশের দাগছোপ দূর করতে সাহায্য করে টক দই।টক দই ব্যবহার করলে যোনি এলাকার অস্বস্তি, চুলকানির হাত থেকেও মুক্তি পাবেন। টক দই সরাসরি ত্বকের উপর লাগান এবং ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন।
কালো দাগছোপ দূর করার ক্ষমতা রয়েছে অ্যালোভেরার মধ্যে। যোনি এলাকার দাগছোপের উপর অ্যালোভেরা জেল লাগালে উপকার পাবেন। অ্যালোভেরা জেলের সঙ্গে শসার রস মিশিয়ে ব্যবহার করলে বেশি উপকার পাবেন।
গোপনাঙ্গের কালো ছোপ দূর করতে কাঁচা দুধ ব্যবহার করুন। কাঁচা দুধ মরা কোষ দূর করে ত্বকের আসল রং বের করে আনে। কাঁচা দুধে তুলোর বল ডুবিয়ে গোপনাঙ্গের চারপাশে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দিনে দু'বার ব্যবহার করলেই ভাল ফল পাবেন।