Saffron for Skin: পোড়া দাগ থেকে ব্রণ—বিশ্বের সবচেয়ে দামী এই মশলা মাখলেই জেল্লা ফেটে পড়বে
TV9 Bangla Digital | Edited By: megha
Dec 10, 2023 | 8:41 AM
Skin Care Tips: ১ গ্রাম কেশর কিনতে গেলে প্রায় ৫০০ টাকা খরচ করতে হয়। আরও ভাল মানের কেশরের দাম অনেক বেশি। কিন্তু যে কোনও খাবারে কেশর দিলে তার স্বাদ বদলে যায়। আর যদি কেশর দিয়ে ত্বকের যত্ন নেন, জেল্লা ফেটে পড়বে। সপ্তাহে একদিন কেশর মাখলেই ত্বকের এর প্রভাব দেখতে পাবেন।
1 / 8
১ গ্রাম কেশর কিনতে গেলে প্রায় ৫০০ টাকা খরচ করতে হয়। আরও ভাল মানের কেশরের দাম অনেক বেশি। কিন্তু যে কোনও খাবারে কেশর দিলে তার স্বাদ বদলে যায়। আর যদি কেশর দিয়ে ত্বকের যত্ন নেন, জেল্লা ফেটে পড়বে।
2 / 8
ত্বকের অ্যান্টিবডি কেশর। বিশেষত, ত্বককে বার্ধক্যের হাত থেকে বাঁচাতে সাহায্য করে কেশর। কেশর ত্বকের দাগছোপ, বলিরেখা দূর করতে সহায়ক। টক দই ও মধুর সঙ্গে কেশর মিশিয়ে মুখে মাখুন। এতেই ত্বক গ্লো করবে।
3 / 8
কেশরের মধ্যে ক্রোসিন ও ক্রোসেটিন নামের দুটি যৌগ রয়েছে, যা পিগমেনটেশনের সমস্যা দূর করতে সাহায্য করে। পিগমেনটেশন আপনার ত্বকের প্রাকৃতিক জেল্লা কেড়ে নেয়। কেশর ব্যবহারে ত্বকের তরতাজা ভাব ফিরে আসে।
4 / 8
কেশরের মধ্যে উচ্চ মাত্রায় অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান রয়েছে। এটি ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়া ও জীবাণুর সঙ্গে লড়াই করে। দীর্ঘদিন ধরে ব্রণর সমস্যায় ভুগলে এবার কেশর ব্যবহার করে দেখুন।
5 / 8
রান্নার করতে গিয়ে হাত পুড়ে গিয়েছে? কিংবা রোদে বেরিয়ে ত্বক পুড়ে গিয়েছে? যে কোনও পোড়ার দাগ দূর করতে সাহায্য করে কেশর। কেশরের মধ্যে থাকা প্রদাহবিরোধী উপাদান রয়েছে, যা ক্ষত নিরাময়ে এবং নতুন কোষ গঠনে সাহায্য করে।
6 / 8
চোখের তলায় ফোলাভাব? তার সঙ্গে ডার্ক সার্কেল? এগুলো আপনার ত্বকের সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু চোখের চারপাশে কেশরের লাগালে ফোলাভাব, ডার্ক সার্কেল সব দূর হয়ে যায়।
7 / 8
এ বিষয়ে কোনও সন্দেহ নেই যে কেশর ব্যবহারে ত্বকের উপর দুর্দান্ত টোনিং এফেক্ট পাওয়া যায়। কেশর রোমকূপকে পরিষ্কার করবে এবং ত্বককে টানটান করে তুলতে সাহায্য করে। কেশর ত্বকের প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে।
8 / 8
দুধের মধ্যে কেশর ভিজিয়ে রাখুন। এবার এতে মধু মিশিয়ে মাখতে পারেন। এছাড়াও চন্দন বা মধুর ফেসপ্যাকে কেশর মিশিয়ে মুখে মাখুন। সপ্তাহে একদিন কেশর মাখলেই ত্বকের এর প্রভাব দেখতে পাবেন।