Dandruff: কর্পূরের সঙ্গে এই জিনিস মিশিয়ে মাথায় মাখলেই দূর হব খুশকির সমস্যা!
Dandruff: পুজো কাজেও যেমন লাগে তেমনই ঘরের পোকামাকড় দূর করা থেকে ত্বক এবং রূপচর্চায় এর গুরুত্ব অপরিসীম। তবে আপনি কি জানেন এই দুই উপাদানের মিশ্রণে যে উপাদানটি তৈরি হয় তার গুরুত্ব কতটা?
1 / 8
চুলের যত্ন নিতে নারকেলের তেলের ব্যবহার বহু পুরনো। আবার দক্ষিণ ভারতে রান্নাতেও ঢেলে ব্যবহার করা হয় নারকেলের তেল। তেমনই নিত্য প্রয়োজনের আরেক উপকারী জিনিস হল কর্পূর।
2 / 8
পুজো কাজেও যেমন লাগে তেমনই ঘরের পোকামাকড় দূর করা থেকে ত্বক এবং রূপচর্চায় এর গুরুত্ব অপরিসীম। তবে আপনি কি জানেন এই দুই উপাদানের মিশ্রণে যে উপাদানটি তৈরি হয় তার গুরুত্ব কতটা?
3 / 8
নারকেল তেলে আছে ফ্যাটি অ্যাসিড, যা চুলের কন্ডিশনারের মতো কাজ করে। আবার নারকেল তেল মাখলে মাথার ত্বকের আর্দ্রতাও বজায় থাকে। এই তেল অ্যান্টিমাইক্রোবায়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদানে ভরপুর। বর্ষাকালে মাথায় ছত্রাকঘটিত সমস্যাও কম হয়।
4 / 8
কর্পূর যেমন একদিকে অ্যান্টিসেপটিক তেমন অ্যান্টিফাঙ্গাল হিসাবেও কাজ করে। প্রদাহজনিত সমস্যা দূর করতে কর্পূর বেশ কার্যকরী। খুশকি এবং ছত্রাকের সমস্যাও দূরে রাখে এই কর্পূর।
5 / 8
কর্পূর খেলে ঠান্ডা লাগার হাত থেকেও মুক্তি পাওয়া যায়। আবার মাথার স্বাস্থ্য রক্ষাতেও বেশ কাজে আসে এই কর্পূর। মাথার ত্বকে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এই বিশেষ উপাদান।
6 / 8
মানে মাথার ত্বকের স্বাস্থ্যের যত্ন নিতে কর্পূর এবং নারকেল তেলের গুরুত্ব কিন্তু অপরিসীম। আর দুই মিশিয়ে নিলে সেই সামগ্রীর গুণাগুণ বেড়ে যায় আরও।
7 / 8
তবে কর্পূর আর নারকেল তেল কেবল সাধারণভাবে মাথায় মাখলেই কিন্তু হল না। তার জন্য অবলম্বন করতে হবে বিশেষ নিয়ম। তবেই ত্বক হবে খুশকি এবং ছত্রাক মুক্তি।
8 / 8
আধ কাপ ঈষদুষ্ণ নারকেল তেলের মধ্যে ১ গ্রাম কর্পূর ভাল করে মিশিয়ে নিন। কর্পূর যেন গোটা না থাকে। স্নান করার আগে এই মিশ্রণ মাথায় ভাল করে মেখে নিন। আধ ঘণ্টা রেখে মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এই নিয়ম মেনে চলতে পারেন।