Egg For Hair: চুল থেকে ত্বক সব সমস্যার সমাধান লুকিয়ে ডিমে, জানুন কীভাবে কাজে লাগাবেন

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Apr 22, 2023 | 12:19 PM

Homemade Face-Hair Mask: চুলের ক্ষতি রুখতে ডিমের কুসুমের সঙ্গে আমন্ডের তেল মিশিয়ে লাগান। এতে চুল নরম, সতেজ ও সুন্দর থাকে। চুলের চকচকেভাব আনতে ডিমের কুসুমের সঙ্গে লেবু মিশিয়ে নিয়ে গোটা চুলে ভাল করে লাগিয়ে নিন।

1 / 8
 শুধু স্বাস্থ্যের(Health) জন্যই নয় চুল ও ত্বকের জন্যও সমানভাবে উপকারী ডিম, জানেন কি? ডিমে রয়েছে লুটিন যা ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এছাড়াও চুল  ও নকের বৃদ্ধিতে সাহায্য করে ডিম।

শুধু স্বাস্থ্যের(Health) জন্যই নয় চুল ও ত্বকের জন্যও সমানভাবে উপকারী ডিম, জানেন কি? ডিমে রয়েছে লুটিন যা ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এছাড়াও চুল ও নকের বৃদ্ধিতে সাহায্য করে ডিম।

2 / 8
কিন্তু কীভাবে ডিমকে রুপচর্চায় ব্যবহার করবেন ভাবছেন তো? চিন্তার কোনও কারণ নেই। জেনে নিন কয়েকটি সহজ উপায়।

কিন্তু কীভাবে ডিমকে রুপচর্চায় ব্যবহার করবেন ভাবছেন তো? চিন্তার কোনও কারণ নেই। জেনে নিন কয়েকটি সহজ উপায়।

3 / 8
যাঁদের ড্রাই স্কিনের সমস্যা রয়েছে তাঁরা ডিমের কুসুমের সঙ্গে এক চা-চামচ মধু মিশিয়ে গোটা মুখে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে।

যাঁদের ড্রাই স্কিনের সমস্যা রয়েছে তাঁরা ডিমের কুসুমের সঙ্গে এক চা-চামচ মধু মিশিয়ে গোটা মুখে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে।

4 / 8
 যদি আপনার ত্বক তেলতেলে হয় তবে ডিমের সাদা অংশের সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগান। ২০-৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এতে ত্বকে অতিরিক্ত তেলতেলে ভাবের সমস্যা কেটে য়ায়।

যদি আপনার ত্বক তেলতেলে হয় তবে ডিমের সাদা অংশের সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগান। ২০-৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এতে ত্বকে অতিরিক্ত তেলতেলে ভাবের সমস্যা কেটে য়ায়।

5 / 8
এছাড়াও ত্বকের যত্ন নিতে ডিমের মাস্ক বানিয়ে নিন। এটি বানাতে লাগবে ২-৩ চা-চামচ ওটমিল, এক চামচ টক দই, একটি ডিমের সাদা অংশ ও মধু।

এছাড়াও ত্বকের যত্ন নিতে ডিমের মাস্ক বানিয়ে নিন। এটি বানাতে লাগবে ২-৩ চা-চামচ ওটমিল, এক চামচ টক দই, একটি ডিমের সাদা অংশ ও মধু।

6 / 8
এবার ডিমের সাদা অংশ ভাল করে ফেটিয়ে তাতে ওটমিল, মধু ও টক জই যোগ করুন। ভালভাবে মিশিয়ে মুখে লাগিয়ে ২০-২৫ মিনিট রেখে ধুয়ে নিন। ফল পাবেন।

এবার ডিমের সাদা অংশ ভাল করে ফেটিয়ে তাতে ওটমিল, মধু ও টক জই যোগ করুন। ভালভাবে মিশিয়ে মুখে লাগিয়ে ২০-২৫ মিনিট রেখে ধুয়ে নিন। ফল পাবেন।

7 / 8
চুলের জন্য ডিম ভীষণ জরুরি। চুল চিটচিটে হয়ে যাওয়ার সমস্যা থাকলে চুলে ডিমের সাদা অংশ লাগিয়ে শ্য়াম্পু করে নিন। এতে এই সমস্য়া দূর হবে।

চুলের জন্য ডিম ভীষণ জরুরি। চুল চিটচিটে হয়ে যাওয়ার সমস্যা থাকলে চুলে ডিমের সাদা অংশ লাগিয়ে শ্য়াম্পু করে নিন। এতে এই সমস্য়া দূর হবে।

8 / 8
 চুলের ক্ষতি রুখতে ডিমের কুসুমের সঙ্গে আমন্ডের তেল মিশিয়ে লাগান। এতে চুল নরম, সতেজ ও সুন্দর থাকে। চুলের চকচকেভাব আনতে ডিমের কুসুমের সঙ্গে লেবু মিশিয়ে নিয়ে গোটা চুলে ভাল করে লাগিয়ে নিন। ফলাফল নিজের চোখেই ধরা পড়বে।

চুলের ক্ষতি রুখতে ডিমের কুসুমের সঙ্গে আমন্ডের তেল মিশিয়ে লাগান। এতে চুল নরম, সতেজ ও সুন্দর থাকে। চুলের চকচকেভাব আনতে ডিমের কুসুমের সঙ্গে লেবু মিশিয়ে নিয়ে গোটা চুলে ভাল করে লাগিয়ে নিন। ফলাফল নিজের চোখেই ধরা পড়বে।

Next Photo Gallery