চুলের যত্ন কমবেশি সব মহিলাই করে থাকেন। কিন্তু চুলে তেল মাখতে তাঁদের বড্ড অনীহা। তবে অনেকেই হয়তো জানেন না শ্য়াম্পু বা অন্যান্য প্রসাধনীর মতো তেলেরও সমান প্রয়োজন চুলের।
মা-কাকিমাদের সুন্দর ঘন চুলের রহস্য কিন্তু এই তেলই। যদি চুলের নানা সমস্যাকে বাগে আনতে চান তবে অবশ্যই চুলে তেল দিতে হবে। জানুন এমন কিছু তেলের বিষয়ে যা ঘন চুলের স্বপ্নকে পূর্ণ করবে...
জবার তেল- চুলের জন্য ভীষণই উপকারি হল জবার তেল। জবা ফুলে রয়েছে এমন কিছু উপাদান যা চুলের শিকড়কে শক্তিশালী করে তোলে। এছাড়া চুল পড়াকেও রুখে দেয়।
ব্ল্যাক সিড তেল- কালো জিরে ব্ল্যাক সিড চুলের জন্য ভীষণ উপকারি একথা হয়তো অনেকেরই অজানা। এই তেলে রয়েছে প্রদাহরোধী বৈশিষ্ট যা স্ক্যাল্পকে সুস্থ ও শুষ্ক রাখতে সহায়তা করে।
পুদিনার তেল- এছাড়া ব্যবহার করতে পারেন পুদিনার তেলও। এই তেলের তাজা সুগন্ধ রয়েছে। এই পুদিনার তেল চুলের বৃদ্ধি বাড়ায় ও চুল পড়াকে চিরতরে রুখে দেয়।
পেঁয়াজের তেল- চুল পড়া আটকাতে আরও একটি কার্যকরী উপায় হল পেঁয়াজের তেল। এতে রয়েছে উচ্চ সালফার যা চুলকে একাধিক সমস্যার হাত থেকে রক্ষা করে, এবং স্ক্যাল্পের পিএইচ মাত্রা বজায় রাখতেও সাহায্য করে।
লেবুর তেল- লেবুতে উপস্থিত সাইট্রাস চুলের ফলিকলকে শক্তিশালী করে তোলে। এছাড়া চুল পড়া রোধ করে। এছাড়াও মাথার ত্বকে উপস্থিত রন্ধ্রগুলি উন্মুক্ত করতেও সাহায্য করে।