ট্যান তুলতে ফেসিয়াল নয়, ব্যবহার করুন টমেটো দিয়ে বানানো এই ফেসপ্যাক

Feb 07, 2024 | 3:00 PM

Tomato Facepack: একটি পাত্রে টমেটোর নির্যাস নিন। তাতে কাঁচা হলুদ মেশান। সঙ্গে যোগ করতে পারেন টকদই। এ বার পুরো মিশ্রণটি ভালো করে গুলে নিন। প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেললেই কাজ শেষ। সপ্তাহে এক থেকে দু'দিন ব্যবহার করেই দেখুন এই ফেসপ্যাক।

1 / 8
বাঙালি বাড়িতে টমেটো থাকবে না এমনটা হয় না। সারাবছরই প্রায় ফ্রিজে মজুত থাকে টমেটো। শুধু খেলেই কি হবে? রূপচর্চায় কখনও টমেটো ব্যবহার করেছেন কি?(ছবি:Pinterest)

বাঙালি বাড়িতে টমেটো থাকবে না এমনটা হয় না। সারাবছরই প্রায় ফ্রিজে মজুত থাকে টমেটো। শুধু খেলেই কি হবে? রূপচর্চায় কখনও টমেটো ব্যবহার করেছেন কি?(ছবি:Pinterest)

2 / 8
না করলে আজ থেকে টমেটো ব্যবহার করুন ত্বকের যত্ন নিতে। ত্বকের জন্য ভীষণই উপকারী টমেটো। এতে লাইকোপিন থাকে।  দাগছোপ তোলার পাশাপাশি, ত্বকের জেল্লা বাড়াতে এর জুড়ি নেই। (ছবি:Pinterest)

না করলে আজ থেকে টমেটো ব্যবহার করুন ত্বকের যত্ন নিতে। ত্বকের জন্য ভীষণই উপকারী টমেটো। এতে লাইকোপিন থাকে। দাগছোপ তোলার পাশাপাশি, ত্বকের জেল্লা বাড়াতে এর জুড়ি নেই। (ছবি:Pinterest)

3 / 8
চাইলে খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন টমেটোর নানা ফেসপ্যাক। এ বার জেনে নিন কীভাবে তৈরি করতে হবে এই ফেসপ্যাক। (ছবি:Pinterest)

চাইলে খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন টমেটোর নানা ফেসপ্যাক। এ বার জেনে নিন কীভাবে তৈরি করতে হবে এই ফেসপ্যাক। (ছবি:Pinterest)

4 / 8
ত্বকের জন্য ব্যবহার করতে পারেন টমেটো ও মধুর ফেসপ্যাক। এর জন্য একটি টমেটো নিয়ে তার পাল্প বের করে নিন। তাতে আধ চামচ মধু মেশান। এ বার এই মিশ্রণটি ভালো করে গুলে মুখে লাগিয়ে নিন। (ছবি:Pinterest)

ত্বকের জন্য ব্যবহার করতে পারেন টমেটো ও মধুর ফেসপ্যাক। এর জন্য একটি টমেটো নিয়ে তার পাল্প বের করে নিন। তাতে আধ চামচ মধু মেশান। এ বার এই মিশ্রণটি ভালো করে গুলে মুখে লাগিয়ে নিন। (ছবি:Pinterest)

5 / 8
এ ছাড়া ব্যবহার করতে পারেন টমেটো ও লেবুর রস। এতে উধাও হবে ত্বকের যাবতীয় দাগছোপ। সঙ্গে দূর হবে ট্যানের সমস্যাও। (ছবি:Pinterest)

এ ছাড়া ব্যবহার করতে পারেন টমেটো ও লেবুর রস। এতে উধাও হবে ত্বকের যাবতীয় দাগছোপ। সঙ্গে দূর হবে ট্যানের সমস্যাও। (ছবি:Pinterest)

6 / 8
বেশি কিছু নয়, একটি পাত্রে টমেটোর রস নিন। তাতে মেশান লেনুর রস। এ বার স্নানের আগে তা মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট মতো রেখে ধুয়ে ফেলুন। (ছবি:Pinterest)

বেশি কিছু নয়, একটি পাত্রে টমেটোর রস নিন। তাতে মেশান লেনুর রস। এ বার স্নানের আগে তা মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট মতো রেখে ধুয়ে ফেলুন। (ছবি:Pinterest)

7 / 8
একইভাবে টমেটো ও কাঁচা হলুদ মাখলেও কাজ হবে। আদিযুগ থেকে ত্বকের পরিচর্যায় ব্যবহার হয়ে আসছে কাঁচা হলুদ। আর টমেটোর সঙ্গে এটি মিশিয়ে মাখলে এর গুণ আরও বাড়ে। (ছবি:Pinterest)

একইভাবে টমেটো ও কাঁচা হলুদ মাখলেও কাজ হবে। আদিযুগ থেকে ত্বকের পরিচর্যায় ব্যবহার হয়ে আসছে কাঁচা হলুদ। আর টমেটোর সঙ্গে এটি মিশিয়ে মাখলে এর গুণ আরও বাড়ে। (ছবি:Pinterest)

8 / 8
একটি পাত্রে টমেটোর নির্যাস নিন। তাতে কাঁচা হলুদ মেশান। সঙ্গে যোগ করতে পারেন টকদই। এ বার পুরো মিশ্রণটি ভালো করে গুলে নিন। প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেললেই কাজ শেষ। (ছবি:Pinterest)

একটি পাত্রে টমেটোর নির্যাস নিন। তাতে কাঁচা হলুদ মেশান। সঙ্গে যোগ করতে পারেন টকদই। এ বার পুরো মিশ্রণটি ভালো করে গুলে নিন। প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেললেই কাজ শেষ। (ছবি:Pinterest)

Next Photo Gallery