Dark Elbow: হলুদ, লেবু, দইয়ের মতো সাধারণ উপাদানেই দূর হবে কনুইয়ের কালো ছোপ
TV9 Bangla Digital | Edited By: megha
May 31, 2023 | 2:14 PM
Home Remedies: দিনে যতবার আপনি আয়নার সামনে দাঁড়িয়ে মুখ দেখেন, ত্বকের খুঁটিনাটি নিয়ে ভাবেন, একই যত্ন নিন কনুইয়েরও নেন? বেশিরভাগ মানুষের উত্তর হবে না। অবহেলার কারণেই কিন্তু কনুই কালো হয়ে যায়। আর যখন হুঁশ ফেরে তখন কনুইয়ের কালো ছোপ দূর করা অসম্ভব হয়ে ওঠে।
1 / 8
দিনে যতবার আপনি আয়নার সামনে দাঁড়িয়ে মুখ দেখেন, ত্বকের খুঁটিনাটি নিয়ে ভাবেন, একই যত্ন নিন কনুইয়েরও নেন? বেশিরভাগ মানুষের উত্তর হবে না। অবহেলার কারণেই কিন্তু কনুই কালো হয়ে যায়। আর যখন হুঁশ ফেরে তখন কনুইয়ের কালো ছোপ দূর করা অসম্ভব হয়ে ওঠে।
2 / 8
কনুইয়ের কালো ছোপ দূর করতে প্রথম থেকেই অ্যালোভেরা জেল ব্যবহার করুন। প্রতিদিন কনুইয়ের উপর অ্যালোভেরা জেল লাগালে সহজেই আপনি কালো ছোপ দূর করতে পারবেন। আর কনুইয়ের কালো দাগ আপনার সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়াবে না।
3 / 8
প্রতিদিন অ্যালোভেরা জেল লাগানো পাশাপাশি সপ্তাহে একদিন অ্যালোভেরা ও কফির স্ক্রাব ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেলের সঙ্গে ১ চামচ কফির গুঁড়ো মিশিয়ে নিয়ে ভাল করে কনুইয়ে ঘষতে থাকুন। কফির রং বদলাতে শুরু করলে কনুই ধুয়ে ফেলুন।
4 / 8
কনুইয়ের কালো ছোপ দূর করতে আপনি টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। হাইপারপিগমেনটেশনের সমস্যা নিমেষে দূর করে দেয় টমেটো। অর্ধেক কাটা টমেটো আপনি সরাসরি কনুইয়ের উপর ঘষুন। ধীরে-ধীরে কালো ছোপ দূর হয়ে যাবে।
5 / 8
কালো দাগছোপ দূর করার ক্ষেত্রে এক চিমটে হলুদও দারুণ কার্যকরী হতে পারে। টমেটোর পেস্টের সঙ্গে হলুদ মিশিয়ে কনুইয়ের উপর লাগাতে পারেন। এছাড়া দুধের সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়েও কনুইয়ের উপর লাগাতে পারেন। এতেও কাজ হবে।
6 / 8
হাতে যদি সময়ের অভাব থাকে, তাহলে কনুইয়ের কালো ছোপ দূর করতে নারকেল তেলকে বেছে নিন। নারকেল তেলের মধ্যে থাকা ভিটামিন ই ত্বকের দেখভাল করে। স্নান সেরে কয়েক ফোঁটা নারকেল তেল সরাসরি কনুইয়ের উপর বুলিয়ে নিন।
7 / 8
লেবুর রসে ব্লিচিং উপাদান রয়েছে। তাই কনুইয়ের কালো ছোপ দূর করতে পারে এই উপাদানও। পাতিলেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে কনুইয়ের উপর ঘষতে পারেন। এছাড়া নারকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়েও কনুইয়ের উপর লাগাতে পারেন।
8 / 8
টক দই ত্বকের যে কোনও ধরনের দাগছোপ দূর করতে দারুণ উপকারী। টক দই কিছুক্ষণ কনুইয়ের উপর লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এই টোটকা মেনে চললেই কনুইয়ের কালো দাগ দূর হয়ে যাবে।