
শীতকালে ত্বকের বাড়তি যত্ন নিতে কী করছেন? শুষ্ক ত্বকের যত্নে কোল্ড ক্রিম যথেষ্ট নয়। ত্বককে ময়েশ্চারাইজ করার পাশাপাশি এক্সফোলিয়েশনও জরুরি। তবেই ঠান্ডায় ত্বকের জেল্লা বজায় থাকে।

নিয়মিত কোল্ড ক্রিম মাখার ফলে ত্বকের উপরিতলে মৃত কোষের স্তর জমতে থাকে। এর জেরে ত্বক কালো ও নিস্তেজ দেখায়। এই অবস্থায় ময়েশ্চারাইজার মাখলেও খুব বেশি উপকার পাওয়া যায়।

শীতকালে ত্বকের যত্নে কফি ব্যবহার করুন। কফি ব্যবহার করলে ত্বক এক্সফোলিয়েট ও ময়েশ্চারাইজ হয়ে যাবে একইসঙ্গে। পাশাপাশি ব্রণ, সানবার্ন, বলিরেখার মতো একাধিক সমস্যা এড়াতে পারবেন।

কফির মধ্যে উচ্চ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন বি৩ ও ক্লোরোজেনিক অ্যাসিড রয়েছে। এগুলো ত্বকের প্রদাহ কমায়, হাইপারপিগমেনটেশনের সমস্যা দূর করে। পাশাপাশি ত্বকে কোলাজেন উৎপন্ন করে এবং ব্রণর সমস্যা দূর করে।

কফি ত্বকের ক্ষতিগ্রস্ত কোষ পুনরুদ্ধার করতে সাহায্য করে। পাশাপাশি ত্বকের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে, ত্বককে টান-টান করে তোলে। কিন্তু কোন উপায়ে কফি ব্যবহার করলে ত্বক এক্সফোলিয়েট ও ময়েশ্চারাইজ হবে? রইল টিপস।

১ চামচ কফির সঙ্গে ১ চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। অল্প জল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এই মিশ্রণটি ত্বকের উপর লাগিয়ে হালকা হাতে স্ক্রাব করুন। এরপর ৫-১০ মিনিট অপেক্ষা করুন। তারপর মুখ ধুয়ে ফেলুন।

কফি ও অলিভ অয়েলের সংমিশ্রণ ত্বকের উপর দুর্দান্ত কাজ করে। অলিভ অয়েলের মধ্যে ভিটামিন ই রয়েছে, এটি ত্বকের সমস্যা কমাতে সাহায্য করে। পাশাপাশি ত্বককে হাইড্রেট রাখে অলিভ অয়েল।

কফির সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে ব্যবহার করলে শীতকালীন ত্বকের সমস্যা থেকে মুক্তি পাবেন। এই ফেসপ্যাক ত্বক জৌলুস ধরে রাখে। পাশাপাশি ত্বকে এনে দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা।