Wooden Comb: কাঠের চিরুনিতে চুল আঁচড়ালে কী কী উপকার হয় জানেন?
Hair Care: নিত্যদিনই চুলের জট ছাড়ানো থেকে চুলের গোড়ায় রক্তসঞ্চালন এসবের জন্য নিয়মিত আঁচড়াতেই হয়। কিন্তু আপনি কোন চিরুনি ব্যবহার করবেন তা সম্বন্ধে জানা খুব দরকার।
1 / 8
চুলের যত্ন চিরুনির উপরও অনেকাংশ নির্ভরশীল। চুলের স্বাস্থ্য ঠিক রাখতে উপযুক্ত চিরুনি ব্যবহার করতে হবে।
2 / 8
নিত্যদিনই চুলের জট ছাড়ানো থেকে চুলের গোড়ায় রক্তসঞ্চালন এসবের জন্য নিয়মিত আঁচড়াতেই হয়। কিন্তু আপনি কোন চিরুনি ব্যবহার করবেন তা সম্বন্ধে জানা খুব দরকার।
3 / 8
বর্তমানে প্লাস্টিক চিরুনিই বেশি ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু রূপচর্চা বিশেষজ্ঞরা বলছেন, চুলের ভালো চাইলে প্লাস্টিকের বদলে কাঠের চিরুনি ব্যবহার করুন।
4 / 8
কাঠের চিরুনি ব্যবহার করলে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন ভালো হয়। যা প্লাস্টিকের চিরুনি এই কাজে তেমন সহায়তা করে না।
5 / 8
কাঠের চিরুনি স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ায়। এতে হেয়ার ফলিকল স্টিমুলেট হয়। যা চুলের বৃদ্ধির সহায়ক।
6 / 8
চিরুনি ব্যবহার করে চুল ওঠার সমস্যা ভোগেন অনেক মহিলা। কাঠের চিরুনি ব্যবহার করলে চুল ওঠার সমস্যা থেকে অনেকটাই মুক্তি সম্ভব।
7 / 8
প্লাস্টিকের চিরুনি স্ট্যাটিক ইলেকট্রিসিটি উৎপাদন করে। কিন্তু কাঠের চিরুনি তা করে না। যা চুলের জন্য ভালো।
8 / 8
তবে যে চিরুনিই ব্যবহার করুন। তা নিয়মিত পরিষ্কার করতে হবে। কাঠের চিরুনি পরিষ্কার করার কৌশলও রয়েছে। তা জানা দরকার।