
চুলের যত্ন চিরুনির উপরও অনেকাংশ নির্ভরশীল। চুলের স্বাস্থ্য ঠিক রাখতে উপযুক্ত চিরুনি ব্যবহার করতে হবে।

নিত্যদিনই চুলের জট ছাড়ানো থেকে চুলের গোড়ায় রক্তসঞ্চালন এসবের জন্য নিয়মিত আঁচড়াতেই হয়। কিন্তু আপনি কোন চিরুনি ব্যবহার করবেন তা সম্বন্ধে জানা খুব দরকার।

বর্তমানে প্লাস্টিক চিরুনিই বেশি ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু রূপচর্চা বিশেষজ্ঞরা বলছেন, চুলের ভালো চাইলে প্লাস্টিকের বদলে কাঠের চিরুনি ব্যবহার করুন।

কাঠের চিরুনি ব্যবহার করলে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন ভালো হয়। যা প্লাস্টিকের চিরুনি এই কাজে তেমন সহায়তা করে না।

কাঠের চিরুনি স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ায়। এতে হেয়ার ফলিকল স্টিমুলেট হয়। যা চুলের বৃদ্ধির সহায়ক।

চিরুনি ব্যবহার করে চুল ওঠার সমস্যা ভোগেন অনেক মহিলা। কাঠের চিরুনি ব্যবহার করলে চুল ওঠার সমস্যা থেকে অনেকটাই মুক্তি সম্ভব।

প্লাস্টিকের চিরুনি স্ট্যাটিক ইলেকট্রিসিটি উৎপাদন করে। কিন্তু কাঠের চিরুনি তা করে না। যা চুলের জন্য ভালো।

তবে যে চিরুনিই ব্যবহার করুন। তা নিয়মিত পরিষ্কার করতে হবে। কাঠের চিরুনি পরিষ্কার করার কৌশলও রয়েছে। তা জানা দরকার।