Vastu Tips: নতুন বিয়ে করেছেন? খাটের কাছাকাছি এই ৭ জিনিস রাখবেন না, বিপদ অনিবার্য

Mar 18, 2025 | 5:34 PM

সদ্য বিয়ে হয়েছে? নিশ্চয়ই ভাবছেন ঘরখানা দু'জনের মনের মতো করে সাজাবেন। এখানেই কিছু জিনিস মাথায় রাখতে হবে। নববিবাহিত দম্পতিরা নিজেদের বেডরুম নানা জিনিস দিয়ে সাজান। যাতে তাদের ঘর সুন্দর দেখায়। অনেকেই ঘর সাজানোর জিনিস বাছার ক্ষেত্রে কী শুভ আর কী অশুভ তা বুঝতে পারেন না। এক ঝলকে জেনে নিন তেমন ৭ জিনিস, যা মোটেও নববিবাহিত দম্পতিদের বেডরুমে রাখা উচিত নয়।

1 / 8
যাদের সদ্য বিয়ে হয়েছে, তারা নিজেদের মনের মতো করে ঘর সাজানোর চেষ্টা করেন। নববিবাহিত দম্পতিরা নিজেদের বেডরুম বিভিন্ন জিনিস দিয়ে সাজান। অনেকেই না জেনে বিভিন্ন জিনিস বেডরুমে রাখেন, তাতে দাম্পত্য জীবনে ক্ষতি হতে পারে। (ছবি-মেটা এআই)

যাদের সদ্য বিয়ে হয়েছে, তারা নিজেদের মনের মতো করে ঘর সাজানোর চেষ্টা করেন। নববিবাহিত দম্পতিরা নিজেদের বেডরুম বিভিন্ন জিনিস দিয়ে সাজান। অনেকেই না জেনে বিভিন্ন জিনিস বেডরুমে রাখেন, তাতে দাম্পত্য জীবনে ক্ষতি হতে পারে। (ছবি-মেটা এআই)

2 / 8
বাস্তুশাস্ত্র অনুযায়ী, নববিবাহিত দম্পতিরা কখনও বেডরুমে কোনও আক্রমণাত্মক প্রাণীর ছবি রাখবেন না। (ছবি-পিটিআই)

বাস্তুশাস্ত্র অনুযায়ী, নববিবাহিত দম্পতিরা কখনও বেডরুমে কোনও আক্রমণাত্মক প্রাণীর ছবি রাখবেন না। (ছবি-পিটিআই)

3 / 8
সদ্য বিবাহিত দম্পতিদের বেডরুমে কখনও রাগান্বিত ভঙ্গিতে থাকা দেব-দেবীর ছবি রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্র বলছে, যদি সম্ভব হয় তা হলে কোনও দেব-দেবীর ছবি বেডরুমে রাখবেন না। (ছবি-পিটিআই)

সদ্য বিবাহিত দম্পতিদের বেডরুমে কখনও রাগান্বিত ভঙ্গিতে থাকা দেব-দেবীর ছবি রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্র বলছে, যদি সম্ভব হয় তা হলে কোনও দেব-দেবীর ছবি বেডরুমে রাখবেন না। (ছবি-পিটিআই)

4 / 8
বাস্তুশাস্ত্র মতে নবদম্পতিদের বেডরুমে কখনও ঠাকুরের সিংহাসন রাখা উচিত নয়। পুজোর সামগ্রী, গঙ্গাজলও সদ্য বিবাহিত দম্পতিদের ঘরে রাখা ভালো নয়। (ছবি-পিটিআই)

বাস্তুশাস্ত্র মতে নবদম্পতিদের বেডরুমে কখনও ঠাকুরের সিংহাসন রাখা উচিত নয়। পুজোর সামগ্রী, গঙ্গাজলও সদ্য বিবাহিত দম্পতিদের ঘরে রাখা ভালো নয়। (ছবি-পিটিআই)

5 / 8
নববিবাহিতরা ভুলেও বেডরুমে বিছানার মাথার কাছের দেওয়ালে ঘড়ি, কোনও ছবির ফ্রেম লাগাবেন না। তা হলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাড়ে। (ছবি-পিটিআই)

নববিবাহিতরা ভুলেও বেডরুমে বিছানার মাথার কাছের দেওয়ালে ঘড়ি, কোনও ছবির ফ্রেম লাগাবেন না। তা হলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাড়ে। (ছবি-পিটিআই)

6 / 8
সদ্য বিবাহিত দম্পতিদের বেডরুমে আয়না রাখার ক্ষেত্রে খুবই সচেতন হতে হয়। বাস্তুশাস্ত্র মতে আয়না কখনও বিছানার পায়ের দিকে রাখা উচিত নয়। (ছবি-মেটা এআই)

সদ্য বিবাহিত দম্পতিদের বেডরুমে আয়না রাখার ক্ষেত্রে খুবই সচেতন হতে হয়। বাস্তুশাস্ত্র মতে আয়না কখনও বিছানার পায়ের দিকে রাখা উচিত নয়। (ছবি-মেটা এআই)

7 / 8
বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞদের মতে, নববিবাহিত দম্পতিদের বেডরুমের দেওয়ালে পূর্বপুরুষ এবং মৃত ব্যক্তির ছবি টাঙিয়ে রাখা উচিত নয়। (ছবি-এক্স)

বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞদের মতে, নববিবাহিত দম্পতিদের বেডরুমের দেওয়ালে পূর্বপুরুষ এবং মৃত ব্যক্তির ছবি টাঙিয়ে রাখা উচিত নয়। (ছবি-এক্স)

8 / 8
নববিবাহিত দম্পতিদের বেডরুমে পুরাণ, ধর্মীয় গ্রন্থ রাখা উচিত নয়। এই সব বেডরুমে জিনিস রাখলে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি তৈরি হয়। বিবাহ বিচ্ছেদও হতে পারে। (বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।) (ছবি-এক্স)

নববিবাহিত দম্পতিদের বেডরুমে পুরাণ, ধর্মীয় গ্রন্থ রাখা উচিত নয়। এই সব বেডরুমে জিনিস রাখলে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি তৈরি হয়। বিবাহ বিচ্ছেদও হতে পারে। (বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।) (ছবি-এক্স)