Life Hacks: ইস্ত্রি ছাড়াই টানটান হবে জামাকাপড়, জানুন কিছু সহজ কৌশল
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jun 06, 2023 | 5:07 PM
Clothes Care: ইস্ত্রি ছাড়া জামাকাপড় টানটান করার আরও একটি সহজ উপায় হল বালিশের নীচে জামাকাপড় রাখা। ভালভাবে জামা পাট করে বালিশের নীচে রেখে দিন। দেখবেন সুন্দর টানটান হয়ে গিয়েছে।
1 / 8
রোজকার ব্যবহারের জামাকাপড় টানটান সুন্দর পরতেই ভালবাসেন অনেকে। তবে এমনি তো আর টানটান জামাকাপড় পাওয়া সম্ভব নয়। তার জন্য খাটতেও হয়।
2 / 8
তার জন্য জামাকাপড় ইস্ত্রি করতে হয়। তবে রোজকার জামাকাপড় ইস্ত্রি করা অনেকের কাছেই ঝক্কির কাজ। তাঁদের জন্য রইল উপায়।
3 / 8
কুঁচকনো জামাকাপড়কে যে শুধু ইস্ত্রির মাধ্যমেই টানটান করা যায় এমনটা নয়। ইস্ত্রি ছাড়াও আপনি এই কাজ করতে পারেন।
4 / 8
এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন হেয়ার স্ট্রেইটনার। যেভাবে চুল স্ট্রেইট করেন ঠিক সেভাবেই জামাকাপড়ে ব্য়বহার করুন। তবে হ্যাঁ খেয়াল রাখবেন অতিরিক্ত গরম যেন না হয় তাহলে জামাকাপড় পুড়ে যেতে পারে।
5 / 8
ইস্ত্রি ছাড়া জামাকাপড় টানটান করার আরও একটি সহজ উপায় হল বালিশের নীচে জামাকাপড় রাখা। ভালভাবে জামা পাট করে বালিশের নীচে রেখে দিন। দেখবেন সুন্দর টানটান হয়ে গিয়েছে।
6 / 8
একটি পাত্রে জল গরম করে নিন। এবার ওই পাত্রটি জামাকাপড়ের উপর দিয়ে ইস্ত্রি করার ভঙ্গিতে চালনা করুন। দেখবেন ইস্ত্রির মতোই জামাকাপড় টানটান হবে।
7 / 8
চার কাপ জলে এক কাপ ভিনিগার মেশান। এবার এই মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে নিন। জামাকাপড়ের কুঁচকে যাওয়া অংশতে স্প্রে করে হাত দিয়ে টেনে নিন।
8 / 8
হেয়ার স্ট্রেইটনারের মতো হেয়ার ড্রায়ারও ব্যবহার করতে পারেন। জামাকাপড়ের উপর একটু জল ছিটিয়ে হেয়ার ড্রায়ার চালান দেখবেন টানটান হয়ে যাবে।