TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Aug 14, 2023 | 9:09 PM
যেকোনো মানুষের সৌন্দর্যে সবচেয়ে বড় ভূমিকা তার চুলের, কিন্তু এখন চুল সংক্রান্ত সমস্যা বাড়ছে।
তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হল অকালে চুল পাকা হয়ে যাওয়া। চুল পাকা হওয়া যে কারো জন্যই সমস্যা সৃষ্টি করতে পারে, বিশেষ করে অল্প বয়সে, এটি উদ্বেগের অন্যতম কারণ।
আজকাল অল্পবয়সী ছেলে-মেয়ের সংখ্যা বাড়ছে, যারা এমনিতেই সাদা চুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন অকালে চুল পাকে জানেন?
চুলে রাসায়নিক রং, হেয়ার ডাই, শ্যাম্পু ইত্যাদি ব্যবহারের কারণেও এমনটা হতে পারে খাবারে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন বি ১২ এবং ডি ৩ এর মতো পুষ্টির অভাব চুলের অকাল পাকা হতে পারে।
বেশি সূর্যালোকে থাকা, গভীর রাত জেগে থাকা, ধূমপান, অ্যালকোহল সেবন, দূষিত বাতাসও এর কারণেও অকালে চুল পাকে। আর মানসিক চাপও চুলের অকাল পক্কতার বড় কারণ।
গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন এবং মেনোপজের কারণেও চুল সাদা হতে পারে। অনেকের ক্ষেত্রে চুল অকালে পাকা হওয়ার কারণ জেনেটিক সমস্যা।
অর্থাৎ বংশে অকালে চুল পাকার ইতিহাস থাকলে আপনারও চুল পাকতে পারে। এছাড়াও রয়েছে নানা কারণ।
যাঁরা অতিরিক্ত গ্য়াস অম্বলের সমস্যা রয়েছে তাঁদেরও অকালে চুল পেকে যায়। এছাড়া লিভারের সমস্যা থাকলেও চুল পাকে।