Chapped Lips in Summer: গরমকালে ঠোঁট ফাটছে? কোনও রোগ নয় তো!

শীতকালে অনেকের ঠোঁট ও গোড়ালি ফাটার সমস্যা দেখা যায়। শুষ্ক আবহাওয়ার কারণে তেমনটা হয়। তবে অনেকের গরমকালেও ঠোঁট ফাটে। এটির কারণ কী? কোনও রোগের লক্ষণ নয় তো?

May 15, 2025 | 12:22 PM

1 / 8
ঠোঁট ফাটা, গোড়ালি ফেটে যাওয়ার মতো সমস্যা শীতকালে অনেকেরই দেখা যায়। শুষ্ক আবহাওয়ার কারণে তেমনটা হয়ে থাকে।

ঠোঁট ফাটা, গোড়ালি ফেটে যাওয়ার মতো সমস্যা শীতকালে অনেকেরই দেখা যায়। শুষ্ক আবহাওয়ার কারণে তেমনটা হয়ে থাকে।

2 / 8
অনেক ব্যক্তির আবার গরমকালেও ঠোঁট ফাটে। অনেক সময় ঠোঁটের উপরের ত্বক ফেটে চৌচির হয়ে যায়। রক্ত বেরোনোর মতো পরিস্থিতিও হয়।

অনেক ব্যক্তির আবার গরমকালেও ঠোঁট ফাটে। অনেক সময় ঠোঁটের উপরের ত্বক ফেটে চৌচির হয়ে যায়। রক্ত বেরোনোর মতো পরিস্থিতিও হয়।

3 / 8
গরমকালে কেন কারও ঠোঁট ফাঁটে? বিশেষজ্ঞদের মতে, শীতকালের মতো গরমকালেও বিভিন্ন কারণে ঠোঁট ফাটে। তার মধ্যে অন্যতম সূর্যের অতিবেগুনি রশ্মি।

গরমকালে কেন কারও ঠোঁট ফাঁটে? বিশেষজ্ঞদের মতে, শীতকালের মতো গরমকালেও বিভিন্ন কারণে ঠোঁট ফাটে। তার মধ্যে অন্যতম সূর্যের অতিবেগুনি রশ্মি।

4 / 8
গরমকালে সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে অনেকের ঠোঁট ফেটে যায়। আবার ঠোঁটের ত্বক শুকনোও হয়ে যায়।

গরমকালে সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে অনেকের ঠোঁট ফেটে যায়। আবার ঠোঁটের ত্বক শুকনোও হয়ে যায়।

5 / 8
 তবে শুধুমাত্র সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে গরমে  ঠোঁট ফাটে না, এই সময় শরীরে জলের চাহিদা বেশি থাকে। শরীরে জল কম গেলে ডিহাইড্রেশন হয়। ত্বকে প্রভাব পড়ে।

তবে শুধুমাত্র সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে গরমে ঠোঁট ফাটে না, এই সময় শরীরে জলের চাহিদা বেশি থাকে। শরীরে জল কম গেলে ডিহাইড্রেশন হয়। ত্বকে প্রভাব পড়ে।

6 / 8
গরমকালে ঠোঁট ফাটা আটকানোর জন্য কয়েকটি সহজ উপায় মানার কথা বলছেন বিশেষজ্ঞরা। যার মধ্যে অন্যতম, নিয়মিত সঠিক পরিমাণে জল পান করতে হবে।

গরমকালে ঠোঁট ফাটা আটকানোর জন্য কয়েকটি সহজ উপায় মানার কথা বলছেন বিশেষজ্ঞরা। যার মধ্যে অন্যতম, নিয়মিত সঠিক পরিমাণে জল পান করতে হবে।

7 / 8
 বিশেষজ্ঞদের মতে, ঠোঁট ফাটা এড়াতে ঠোঁটে ময়েশ্চরাইজার লাগাতে হবে। এ ছাড়া ঠোঁটে লিপ বাম লাগাতে পারেন। সেই লিপ বামে পেট্রোলিয়াম জেলি থাকতে হবে।

বিশেষজ্ঞদের মতে, ঠোঁট ফাটা এড়াতে ঠোঁটে ময়েশ্চরাইজার লাগাতে হবে। এ ছাড়া ঠোঁটে লিপ বাম লাগাতে পারেন। সেই লিপ বামে পেট্রোলিয়াম জেলি থাকতে হবে।

8 / 8
ঠোঁটের ত্বক শরীরে অন্য অংশের তুলনায় পাতলা হয়। গরমে তাই ধুলোবালি এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বক যত সম্ভব ঢেকে রাখতে হবে।

ঠোঁটের ত্বক শরীরে অন্য অংশের তুলনায় পাতলা হয়। গরমে তাই ধুলোবালি এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বক যত সম্ভব ঢেকে রাখতে হবে।