Aloe Vera for Skin: পুজোর আগে শুধু অ্যালোভেরায় ফিরবে না জেল্লা, মেশাতে হবে এই ৩ উপাদান
TV9 Bangla Digital | Edited By: megha
Sep 16, 2023 | 1:17 PM
Skin Care Tips: দীর্ঘদিন ধরে রূপচর্চায় অ্যালোভেরা ব্যবহৃত হয়ে আসছে। অ্যালোভেরার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। সামনেই পুজো। তার আগে ত্বকের সমস্যাকে দূর করতে হবে। এখানেই কাজে আসবে অ্যালোভেরা জেল।
1 / 8
ত্বক ও চুলের যত্নে বরাবরই অ্যালোভেরার কদর বেশি। চুলে চট করে অ্যালোভেরা জেল ব্যবহার করা না হলেও, ত্বকের ছোটখাটো সমস্যায় এই প্রাকৃতিক উপাদানই ভরসা। দীর্ঘদিন ধরে রূপচর্চায় অ্যালোভেরা ব্যবহৃত হয়ে আসছে।
2 / 8
অ্যালোভেরার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এগুলো ত্বককে বিভিন্ন ধরনের সংক্রমণ, ক্ষয় ও বার্ধক্যের হাত থেকে রক্ষা করে। ত্বকের স্বাস্থ্যকে ভাল রাখে অ্যালোভেরা জেল।
3 / 8
ত্বকের জেল্লা বাড়াতেও অ্যালোভেরা জেল দারুণ উপযোগী। অনিদ্রা, মানসিক চাপ, দূষণের জেরে ত্বকের বেহাল দশা হয়ে পড়ে। এক্ষেত্রে অ্যালোভেরা ত্বকের অবস্থা ফেরাতে সাহায্য করে।
4 / 8
সামনেই পুজো। তার আগে ত্বকের সমস্যাকে দূর করতে হবে। এখানেই কাজে আসে অ্যালোভেরা জেল। তাজা অ্যালোভেরা জেল ব্যবহার করলে সবচেয়ে ভাল ফলাফল পাওয়া যায়।
5 / 8
ত্বকের সমস্যা কমাতে শুধু অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। কিন্তু জেল্লা ফেরাতে গেলে শুধু অ্যালোভেরা জেল মাখলে কাজ হবে না। মেশাতে হবে আরও প্রাকৃতিক উপাদান।
6 / 8
রাতে অ্যালোভেরা জেল ব্যবহার করুন। অ্যালোভেরা জেলের সঙ্গে ভিটামিন ই অয়েল মিশিয়ে নিয়ে মাখুন। এভাবে অ্যালোভেরা জেল মাখলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। এতে ত্বকের কোমলতা ফিরে পাবেন এবং কমবে ত্বকের সমস্যাও।
7 / 8
রোজ ত্বকের পরিচর্চা করার সময় থাকে না? সপ্তাহে দু-তিন বার অ্যালোভেরার সঙ্গে গোলাপ জল মিশিয়ে মুখে মাখুন। কিছুক্ষণ পর মুখ ধুয়ে ফেলুন। এতে পুজোর আগেই জেল্লা ফিরে পাবেন।
8 / 8
সপ্তাহে যদি একদিনও সময় পান, তাহলেও ব্যবহার করুন অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে মুখে মাখুন। ২০-২৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকে ভিটামিন সি রয়েছে, যা ত্বকের জেল্লা বাড়িয়ে তুলবে।