Cucumber Cream For Face: কালো দাগ ছোপ নিমেষে হবে দূর, যদি মুখে বানিয়ে লাগান শসার ক্রিম

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Jul 02, 2023 | 8:28 PM

Face Cream: এই ক্রিম মেখে বাইরে বেরোবেন না। যখন বাড়িতে থাকবেন তখনই লাগান। আর এই ক্রিম সহজেই মুখে মিলিয়ে যায়। নিয়ম করে মাখলে ১৫ দিনেই ত্বক জেল্লাদার হবে

1 / 8
শরীরের জন্য যেমন শসা উপকার তেমনই ত্বক ভাল রাখতেও ভূমিকা রয়েছে শসার। নিয়মিত ভাবে শসা মুখে মাখলে ত্বক ভাল থাকে, বাড়ে ত্বকের উজ্জ্বলতাও।

শরীরের জন্য যেমন শসা উপকার তেমনই ত্বক ভাল রাখতেও ভূমিকা রয়েছে শসার। নিয়মিত ভাবে শসা মুখে মাখলে ত্বক ভাল থাকে, বাড়ে ত্বকের উজ্জ্বলতাও।

2 / 8
গরম হোক বা বর্ষা ত্বকের উপর ময়লার আস্তরণ অনেক বেশি পড়ে। একই সঙ্গে ত্বক বেশি তেলতেলে হয়ে যায়। ফুসকুড়ি, ব্রণ এসব লেগে থাকে।

গরম হোক বা বর্ষা ত্বকের উপর ময়লার আস্তরণ অনেক বেশি পড়ে। একই সঙ্গে ত্বক বেশি তেলতেলে হয়ে যায়। ফুসকুড়ি, ব্রণ এসব লেগে থাকে।

3 / 8
ত্বকের জন্য দারুণ ওষুধ হল অ্যালোভেরা জেল। সামান্য কাটা-ছেঁড়াতেও কাজে লাগানো যায় এই জেল। এবার বানিয়ে নিন শশার ক্রিম। এতে মুখের জেল্লা আর সতেজতা দুই ফিরবে।

ত্বকের জন্য দারুণ ওষুধ হল অ্যালোভেরা জেল। সামান্য কাটা-ছেঁড়াতেও কাজে লাগানো যায় এই জেল। এবার বানিয়ে নিন শশার ক্রিম। এতে মুখের জেল্লা আর সতেজতা দুই ফিরবে।

4 / 8
শসা ভাল করে ধুয়ে খোসা সহ কুরে নিতে হবে। এবার একটা পাতিলেবু নিয়ে তাও ঘষে নিতে হবে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। থাকে প্রয়োজনীয় এসেন্সিয়ল অয়েলও।

শসা ভাল করে ধুয়ে খোসা সহ কুরে নিতে হবে। এবার একটা পাতিলেবু নিয়ে তাও ঘষে নিতে হবে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। থাকে প্রয়োজনীয় এসেন্সিয়ল অয়েলও।

5 / 8
শসা আর লেবুর খোসা ভাল করে মিশিয়ে রস বের করে নিতে হবে। একটা বাটিতে দু চামচ চালের গুঁড়ো নিয়ে ওর মধ্যে শসার রস লেবুর রস মিশিয়ে নিন ভাল করে। প্রয়োজন হলে সামান্য জল মিশিয়ে গ্যাসে লো ফ্লেমে বসিয়ে নাড়তে থাকুন।

শসা আর লেবুর খোসা ভাল করে মিশিয়ে রস বের করে নিতে হবে। একটা বাটিতে দু চামচ চালের গুঁড়ো নিয়ে ওর মধ্যে শসার রস লেবুর রস মিশিয়ে নিন ভাল করে। প্রয়োজন হলে সামান্য জল মিশিয়ে গ্যাসে লো ফ্লেমে বসিয়ে নাড়তে থাকুন।

6 / 8
এভাবে নাড়তে নাড়তেই ক্রিম তৈরি হয়ে যাবে। তিন থেকে চার মিনিট লাগবে এই ক্রিম তৈরি করতে। এবার অন্য একটা বাটিতে এই জেল রেখে ঠাণ্ডা করে নিন।

এভাবে নাড়তে নাড়তেই ক্রিম তৈরি হয়ে যাবে। তিন থেকে চার মিনিট লাগবে এই ক্রিম তৈরি করতে। এবার অন্য একটা বাটিতে এই জেল রেখে ঠাণ্ডা করে নিন।

7 / 8
এবার একটা বাটিতে এই মিশ্রণ এক বড় চামচ নিয়ে একটা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন। হাফেরও কম চামচ গ্লিসারিন মিশিয়ে নিন। এবার এক চামচ অ্যালোভেরা জেল মেশান। খুব ভাল করে সব মিশলে পরিষ্কার কৌটোর মধ্যে ভরে নিন।

এবার একটা বাটিতে এই মিশ্রণ এক বড় চামচ নিয়ে একটা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন। হাফেরও কম চামচ গ্লিসারিন মিশিয়ে নিন। এবার এক চামচ অ্যালোভেরা জেল মেশান। খুব ভাল করে সব মিশলে পরিষ্কার কৌটোর মধ্যে ভরে নিন।

8 / 8
এবার তা মুখে মেখে নিন। তবে এই মিশ্রণ সব সময় ফ্রিজে রাখবেন। এই ক্রিম মুখে মাখার আগে সামান্য বেসন দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এতে মৃত কোষ উঠে আসে আর মুখে একটা উজ্জ্বলতা বজায় থাকে। এরপর ক্রিম লাগালে ওপেন পোরসের সমস্যা মিটে যায়।

এবার তা মুখে মেখে নিন। তবে এই মিশ্রণ সব সময় ফ্রিজে রাখবেন। এই ক্রিম মুখে মাখার আগে সামান্য বেসন দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এতে মৃত কোষ উঠে আসে আর মুখে একটা উজ্জ্বলতা বজায় থাকে। এরপর ক্রিম লাগালে ওপেন পোরসের সমস্যা মিটে যায়।

Next Photo Gallery