Curd in Monsoon: বর্ষায় টক দই খাওয়া কি উচিত? আয়ুর্বেদ যা বলছে
TV9 Bangla Digital | Edited By: megha
Jul 22, 2023 | 2:35 PM
Curd Side Effects: গরমে রোজ খাওয়া দরকার টক দই। কিন্তু এখন বর্ষার মরশুম। গরম একটু হলেও কমছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে কখনও-কখনও। এই সময় টক দই খাওয়া কি ভাল? জানুন কী বলছে আয়ুর্বেদ।
1 / 8
স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী টক দই। টক দইয়ের মধ্যে ক্যালশিয়াম, প্রোটিন ও প্রোবায়োটিক রয়েছে। এটি অন্ত্রের স্বাস্থ্যকে ভাল রাখতে সাহায্য করে।
2 / 8
গরমে রোজ খাওয়া দরকার টক দই। কিন্তু এখন বর্ষার মরশুম। গরম একটু হলেও কমছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে কখনও-কখনও। এই সময় টক দই খাওয়া কি ভাল?
3 / 8
4 / 8
আয়ুর্বেদের মতে, দইয়ের মধ্যে ঠান্ডা প্রভাব রয়েছে। তাই এই বর্ষাকালে খেলে আপনার হজমের উপর প্রভাব ফেলতে পারে। এসময় গ্যাস, অম্বল, বদহজমের সমস্যা দেখা দিতে পারে।
5 / 8
বর্ষাকালে টক দই খেলে আপনার ইমিউনিটির কমে যেতে পারে। অর্থাৎ আপনি সহজে রোগে আক্রান্ত হতে পারেন। বিশেষত, সর্দি-কাশির সমস্যা বেশি দেখা দিতে পারে।
6 / 8
বর্ষাকালে সর্দি-কাশির সমস্যা বেশি দেখা দেয়। এই অবস্থায় আপনি যদি টক দই খান, তাহলে আরও বেশি করে ক্ষতিগ্রস্ত হবে আপনার স্বাস্থ্য। সমস্যা দেখা দিতে পারে শ্বাস-প্রশ্বাসে।
7 / 8
ঠান্ডা প্রকৃতির হওয়ায় আপনি যদি বেশি পরিমাণে টক দই খান, তাহলে শরীরে অতিরিক্ত পরিমাণে মিউকাস উৎপন্ন হবে। এটি অন্ত্রের স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে।
8 / 8
বর্ষাকালে যদি টক দই খেতে চান এবং এসব সমস্যা এড়াতে চান এতে এক চিমটে গোলমরচি, ভাজা জিরে ও মধু মিশিয়ে খান। এতে দই খেলে আপনার সামগ্রিক স্বাস্থ্য ভাল থাকবে।